ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তই মানতে হবে ॥ এমাজউদ্দীন

প্রকাশিত: ০৫:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০১৭

নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তই মানতে হবে ॥ এমাজউদ্দীন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দীন আহমেদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারসহ ৫ জনকে নিয়ে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এ কমিশনের দায়িত্ব হচ্ছে জনগণের আস্থা অর্জন করা। আগামী দিনে তাদের সামনে যে অগ্নিপরীক্ষা আসছে তাতে উত্তীর্ণ হতে এখন থেকেই তাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপিসহ যে দলই মন্তব্য করুক না কেন রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্তই মেনে নিতে হবে। এনিয়ে কোন ভিন্নমত থাকার কারণ নেই। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বীরগাঁও সূর্যতরুণ সংগঠনের আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বীরগাঁও সূর্যতরুণ সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম, দফতর সম্পাদক এস কে সাদী, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার আজিজুল হক। অনুষ্ঠানে ৭২ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দেয়া হয়।
×