ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি ক্ষমতায় এলে এ দেশ পাকিস্তানী ধারায় চলে যাবে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪৪, ১১ ফেব্রুয়ারি ২০১৭

বিএনপি ক্ষমতায় এলে এ দেশ পাকিস্তানী ধারায় চলে যাবে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জামায়াত থাকুক আর না থাকুক বিএনপির চরিত্র একই থাকবে। জামায়াত আর বিএনপির চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। বিএনপি ক্ষমতায় এলে এ দেশ পাকিস্তানের ধারায় চলে যাবে। এটা এ দেশের মানুষ বোঝে, তাই তারা বিএনপিকে ভোট দেবে না। শুক্রবার সদ্য প্রয়াত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে। মোহাম্মদ নাসিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হতে চায়, সে লক্ষ্যেই সরকার উন্নয়ন কাজ করছে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসী আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে। বিএনপির উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনী লড়াইয়ে অংশ নিন। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না; ফাঁকা মাঠে গোল দিতে ভালো লাগে না। তিনি বলেন, নির্বাচন কমিশনকে বিরোধিতা করা, নির্বাচনে কারচুপির অভিযোগ করা এটা বিএনপির চিরাচরিত অভ্যাস। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, দেশে জঙ্গীবাদ সৃষ্টি করে যারা গণহত্যার বিপ্লব করতে চেয়েছিল, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জঙ্গীবাদ একটি মতবাদ। এই মতবাদকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, ক্ষমতা খালেদা জিয়ার হাতে গেলে জঙ্গীবাদের উত্থান ঘটবে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। অংশ না নিলে তাদের অস্তিত্ব থাকবে না। তবে নির্বাচনকালীন সরকারে তাদের অংশ নেয়ার কোনো সুযোগ নেই। কারণ সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেনÑ মহিবুর রহমান মানিক এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামান, নাট্যকার ড. ইনামুল হক প্রমুখ।
×