ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহেশখালীতে পুলিশ সন্ত্রাসী বন্দুকযুদ্ধ ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ০৩:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০১৭

মহেশখালীতে পুলিশ সন্ত্রাসী বন্দুকযুদ্ধ ॥ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীতে র‌্যাবের অভিযানে পরপর দু’বার অস্ত্র কারখানার সন্ধান লাভ, বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার ও অস্ত্র কারিগরকে ধরার পরও থেমে নেই সন্ত্রাসীদের অস্ত্র বিকিকিনি। এবার পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ বিপুল অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। ইতোপূর্বে সন্ত্রাসীদের গুলিতে এসআই খুন মামলার তদন্তে গেলে বৃহস্পতিবার দুপুর ১টায় হোয়ানকের মোহরাপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হোয়ানকে কিছুদিন আগে সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছিলেন পুলিশের এসআই পরেশ কারবারী। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই মামলা সংক্রান্ত কাজে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ ঘটনায় পুলিশের এসআই মেহেদী হাসান, পুলিশ কনস্টেবল সোহেল ও পারভেজ আহত হন। দিনাজপুরে নদী থেকে মহিলা ও শিশুর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বোচাগঞ্জ উপজেলার টাঙ্গন নদী থেকে এক অজ্ঞাত মহিলা ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে টাঙ্গন নদীর বনগাঁও ফার্মপাড়া বাঘেরঘাট এলাকায় এক অজ্ঞাত মহিলা ও শিশুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, এখন পর্যন্ত ওই মহিলা ও শিশুর নাম-পরিচয় পাওয়া যায়নি। গুণীজন সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ৯ ফেব্রুয়ারি ॥ মোহনগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল স্কুল বার্ষিক পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এ্যাডভোকেট লতিফুর রহমান রতন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল, সাবেক মেয়র আব্দুল মান্নান, লাইলি আঞ্জুমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল কাসেম আজাদ, সাংবাদিক মেহেদী ইকবাল প্রমুখ। কৃষক সমাবেশ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ ফেব্রুয়ারি ॥ ‘সবজির উন্নত জাত পরিচিতি এবং প্রজনন বীজ উৎপাদন’ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে কৃষি গবেষণা উপ-কেন্দ্রে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের চেয়ারম্যান সাদেক কুরাইশী। গাজীপুরের বারি সবজি উৎপাদন গবেষণা উপ-কেন্দ্রের প্রকল্প পরিচালক ও বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এমএটি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, গাজীপুরের বারি উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. তপন কুমার পাল, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিএম হালিম।
×