ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসইএমএল ফান্ডের লেনদেন শুরু রবিবার

প্রকাশিত: ০৩:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০১৭

এসইএমএল ফান্ডের লেনদেন শুরু রবিবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি আইপিও সম্পন্ন করা ১০ বছর মেয়াদী এসইএমএল আইবিবিএল শরীয়াহ্ ফান্ডের লেনদেন আগামী রবিবার শুরু হবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ফান্ডটি ওইদিন ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফান্ডটির ট্রেডিং কোড হবে ঝঊগখওইইখঝঋ। আর কোম্পানি কোড হবে ১২২০০। অন্যদিকে সিএসইতে ফান্ডটির স্ক্রিপ কোড হবে ঝঊগখওইইখঝঋ। আর স্ক্রিপ আইডি হবে ২১০৪৯। এর আগে গত ১১ ডিসেম্বর থেকে ফান্ডটি বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন সংগ্রহ করে। আবেদন শেষ হয় ২১ ডিসেম্বর। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৮৬তম সভায় ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন করেছে। জানা গেছে, মিউচুয়াল ফান্ডটির লক্ষ্যমাত্রা ধরা হয় ১০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ৫০ কোটি টাকা। প্রি আইপিও প্লেসমেন্টের মাধ্যমে ২৫ কোটি টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। বাকি ২৫ কোটি টাকা সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে; যা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হয়েছে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক যথাক্রমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড (এসইএমএল)। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ৫শ’ কোটি টাকার বন্ড ছাড়বে ইসলামী ব্যাংক অর্থনৈতিক রিপোটার ॥ মূলধনভিত্তি শক্তিশালী করতে বাজারে বন্ড ইস্যু করে ৫শ’ কোটি টাকা সংগ্রহ করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুসারে, প্রস্তাবিত বন্ডের মেয়াদ হবে সাত বছর। এই সময়ের মধ্যে বন্ডটির অবসায়ন ঘটবে। এটি হবে রূপান্তর অযোগ্য। অর্থাৎ বন্ডের কোন অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। এটি হবে শরীয়াহভিত্তিক বন্ড। অর্থাৎ এই বন্ডের বিপরীতে কোন সুদ দেয়া হবে না। বরং মুদারাবা নীতিমালার ভিত্তিতে বন্ডের বিপরীতে মুনাফা দেয়া হবে।
×