ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লেনদেনের উত্থানে ফিরল পুুঁজিবাজার

প্রকাশিত: ০৩:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০১৭

লেনদেনের উত্থানে ফিরল পুুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা ১০ দিনের পতন শেষে মঙ্গলবার লেনদেনের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় ৪৪ কোটি ১০ লাখ টাকা বা ৮ শতাংশ লেনদেন বেড়েছে। আগের তুলনায় লেনদেন বাড়ার হার কম হলেও বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে সেটি ইতিবাচক প্রভাব ফেলেছে সংশ্লিষ্টদের মনে। অন্যদিকে ডিএসইতে সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৬২০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে ৫৭৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮০, কমেছে ১০৭ এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, দ্বিতীয় দিনের মতো পুুঁজিবাজারে সূচকের উর্ধগতি অব্যাহত রয়েছে। যদিও শুরুতে শেয়ার বিক্রির চাপ ছিল, কিন্তু শেষ বেলাতে শেয়ার কেনার চাপ বেড়ে যাওয়ায় সূচকের উর্ধগতিতে লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজারের সার্বিক সূচক মোট ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩৯২ পয়েন্টে। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াকেও ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে দিনটিতে নতুন লেনদেন শুরু হওয়া প্যাসিফিক ডেনিমই লেনদেনের নেতৃত্বে ছিল। কোম্পানিটির মোট ৬২ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন করে সার্বিক লেনদেনের মোট ১০ শতাংশ দখল করেছে। এই দিনে কোম্পানিটির মোট ১৭১ শতাংশ দর বেড়েছে। তবে সূচকের উর্ধগতি ব্যাংক খাতের মোট ১.৪০ শতাংশ দরবৃদ্ধি বড় ভূমিকা রেখেছে। এছাড়া সাধারণ বীমা কোম্পানিগুলোরও দর বেড়েছে ১.১০ শতাংশ। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৬৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ প্যাসিফিক ডেনিম, এসিআই ফর্মুলেশন, সেন্ট্রাল ফার্মা, ইসলামী ব্যাংক, বেক্সিমকো, এএফসি এ্যাগ্রো, লঙ্কাবাংলা ফাইনান্স, আল আরাফাহ, আরএসআরএম স্টিল ও ডরিন পাওয়ার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড, আনালিমা ইয়ার্ন, সেন্ট্রাল ফার্মা, প্রাইম আইসিবি মিউচুয়াল ফান্ড, আল আরাফাহ ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এআইবিএল মিউচুয়াল ফান্ড, নাভানা সিএনজি, পিপলস ইন্স্যুরেন্স ও জিকিউ বলপেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৯৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪, কমেছে ৮১ এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- প্যাসিফিক ডেনিম, বেক্সিমকো, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ফরচুন সুজ, এ্যাপোলো ইস্পাত, লঙ্কাবাংলা ফাইনান্স, এক্সিম ব্যাংক ও জিপিএইচ ইস্পাত।
×