ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুয়েট শিক্ষকদের কর্মবিরতি

প্রকাশিত: ০৪:১১, ৭ ফেব্রুয়ারি ২০১৭

রুয়েট শিক্ষকদের কর্মবিরতি

রাবি সংবাদদাতা ॥ আন্দোলনরত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে এবার অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচী পালন শুরু করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকরা। রুয়েট শিক্ষক সমিতি ঘোষিত এ কর্মবিরতির প্রথম দিন সোমবার রুয়েটের কোন বিভাগেই ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. নিরেন্দ্রনাথ মুস্তাফি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের নিয়ে মিথ্যাচার এবং কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করা এবং উপ-উপাচার্যের কক্ষে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার ঘটনা সংগঠিত হয়েছে। শিক্ষকদের সঙ্গে এহেন অছাত্রসুলভ ও অশোভনীয় আচরণের তীব্র নিন্দা জানিয়ে রবিবার বিকেলে শিক্ষক সমিতির জরুরী সভায় ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে অনুযায়ী সোমবার শিক্ষকরা ক্লাস-পরীক্ষায় অংশ নেননি। তিনি বলেন, শিক্ষক সমিতির দাবির বিষয়টি আমরা উপাচার্য মহোদয়কে জানিয়েছি। তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। তবে অসদাচরণের অভিযোগ অস্বীকার করে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি নিয়ে শিক্ষার্থীরা ভোগান্তির মধ্যে থাকায় বাধ্য হয়ে এ পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করতে হয়েছে। সুশৃঙ্খল এ আন্দোলনে আমরা শিক্ষকদের সঙ্গে কোন অসদাচরণ করিনি। কৃষকদের মাঠ দিবস স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ আটোয়ারীতে বারি সরিষা-১৪ জাতের সরিষা চাষে কৃষক উদ্বুদ্ধকরণ ও প্রযুক্তিগত ধারণা প্রদানে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলার আটোয়ারী উপজেলার দোহশুহ এলাকায় আটোয়ারী উপজেলা কৃষি বিভাগ এই মাঠ দিবসের আয়োজন করে। আটোয়রী উপজেলা কৃষি কর্মকর্তা শামিম ইকবালের সভাপতিত্বে কৃষক মাঠ দিবসে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান, জেলা পরিষদ সদস্য মাজেদুল ইসলাম বকুল, উপজেলা মহিলা ভাইস জেয়ারম্যান গীতার রানী বক্তব্য রাখেন। মাঠ দিবসে জানানো হয়, গত দুই বছরে বারি-১৪ জাতের সরিষা স্থানীয় জাতের সরিষার তুলনায় একই পদ্ধতিতে চাষ করে প্রায় দ্বিগুণ উৎপাদন হয়েছে। ৭ জয়িতাকে সম্মাননা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে সোমবার জেলা পর্যায়ের ৫ জন এবং সিটি কর্পোরেশন থেকে ২ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদ। শ্রেষ্ঠ জয়িতারা হলেন- জেলার দিঘলিয়া উপজেলার হাসনা তারা বেগম, রূপসা উপজেলার নাছিমা খাতুন, ফুলতলার রাজিয়া বেগম, দিঘলিয়ার বিলকিস আক্তারী, দাকোপ উপজেলার চম্পা ম-ল এবং খালিশপুরের ফাতেমা খাতুন ও বিন্দু রানী শর্মা।
×