ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০ হাজার ফুট ওপর দিয়ে

প্রকাশিত: ০৫:২৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭

১০ হাজার ফুট ওপর দিয়ে

ট্রেনে চড়ে এবার চীন সীমান্ত পাড়ি দেয়া যাবে। কারণ ভারতের রেলকে অরুণাচল প্রদেশের তাওয়াং পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। তাওয়াঙে ট্রেন পৌঁছলে সেটাই হবে এই অঞ্চলের সবচেয়ে উঁচুর রেল সফর। সমুদ্রতল থেকে ১০ হাজার ফুট ওপরে অরুণাচলর প্রদেশের তাওয়াং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কিন্তু সেখানে পৌঁছতে হেলিকপ্টার সার্ভিস ছাড়া সড়কপথ ছাড়া গতি নেই। এবার তাওয়াং পর্যন্ত ট্রেন নিয়ে যাওয়ার পরিকল্পনা নিতে যাচ্ছে ভারতের নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (এনএফআর)। চীন সীমান্তবর্তী তাওয়াঙে রেল প্রকল্প সার্ভে আগামী বছর শুরু হবে। এনএফআরের জেনারেল ম্যানেজার (নির্মাণ) এইচ কে জাগিগ জানিয়েছেন, ভালুকপং থেকে তাওয়াং পর্যন্ত রেল লাইন পাতা হবে। এছাড়া আরও দুটি লাইন পাতা হবে মুকোংসেলেক (অসম) থেকে অরুণাচলের পাসিঘাট এবং অসমের শিলাপাথার থেকে অরুণাচলের বানে পর্যন্ত। পুরো প্রকল্পের খরচ পড়বে ৫০ থেকে ৭০ হাজার কোটি টাকার মধ্যে। এর মধ্যে সবচেয়ে কঠিন ভালুকপং থেকে তাওয়াং পর্যন্ত রেল লাইন পাতার কাজ। কারণ এই এলাকায় লাইন ৫শ’ ফুট থেকে ৯ হাজার ফুট পর্যন্ত ওপরে উঠবে। ভালুকপং থেকে সাধারণত সড়ক পথে সেলা (১৩,৭০০ ফুট) হয়ে তাওয়াং যাওয়া হয়। কিন্তু রেল লাইন পাতার জন্য এই পথ অনুসরণ করা হবে না বলেই জানিয়েছেন জাগিগ। কারণ অত উঁচুতে লাইন পাততে সমস্যা হয়। Ñ এই সময়
×