ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘প্রেমী ও প্রেমী’ একটি রোমান্টিক চলচ্চিত্র ॥ আরিফিন শুভ

প্রকাশিত: ০৩:২০, ৬ ফেব্রুয়ারি ২০১৭

‘প্রেমী ও প্রেমী’ একটি রোমান্টিক চলচ্চিত্র ॥ আরিফিন শুভ

চিত্রনায়ক আরিফিন শুভ। ক্যারিয়ারের শুরুর দিকে ছোটপর্দায় অভিনয় করলেও সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রের বাইরে অন্য কিছুই ভাবছেন না। জনপ্রিয় এই নায়কের ধ্যান জ্ঞান এখন চলচ্চিত্রকে ঘিরেই। নিজেকে নায়ক হিসেবে পরিচয় দিতেও খুব গর্ববোধ করেন তিনি। ভালবাসা দিবস উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’। এই চলচ্চিত্র ও সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে তার সঙ্গে কথা হয়। ‘প্রেমী ও প্রেমী’ মুক্তির দোরগোড়ায় অনুভূতি কেমন? আরিফিন শুভ: খুব ভাল একটি চলচ্চিত্র। আর ভাল বলেই টেনশন হচ্ছে। চলচ্চিত্রটি সম্পর্কে বলেন। আরিফিন শুভ: চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এর নায়কের চরিত্রে আমি। আমার বিপরীতে আছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্র, রংচং কম। চলচ্চিত্রে কাজের সময়ের কোন অভিজ্ঞতা মনে আছে? আরিফিন শুভ: বান্দরবানের সিক্সটি নাইন পাহাড়ে শটিং হচ্ছিল। আমরা তাঁবু গেড়ে সেখানে থাকতাম। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। সেদিন ঝড় এতটাই প্রবল ছিল যে আমাদের তাঁবু উড়িয়ে নিয়ে যাচ্ছিল। সেই তান্ডবে কিছু সময়ের জন্য আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। চলচ্চিত্রটি নিয়ে প্রত্যশা কেমন? আরিফিন শুভ: নিজের ঢাক নিজেই পিটাবার মতো হয়ে যাবে না? তবে এর পুরো গল্পটি একটা জার্নি ঘিরে। বিষয়টি আমাদের চলচ্চিত্রে নতুন। পরিচালক রাজু স্যারের ক্যারিশমার মধ্য দিয়ে দর্শকেরা ভালো কিছু পাবেন। এ কারণেই চলচ্চিত্রটি নিয়ে অনেক আশাবাদী। শূটিং চলার সময়ই আলোচনায় ছিল এটি। জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ট্রেলার মুক্তির পর থেকে এ চলচ্চিত্রকে ঘিরে দর্শকদের কাছে আলাদা একটা আগ্রহ তৈরি হয়েছে। নুসরাত ফারিয়ার সঙ্গে ‘ধেৎতেরিকি’ চলচ্চিত্রের খবর কি? আরিফিন শুভ: সম্প্রতি চলচ্চিত্রটির শূটিং আপাতত শেষ করেছি। শুধু গানের কাজ বাকী আছে। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রণী। আমি এতে একজন ডিজের চরিত্রে অভিনয় করেছি। এখানে আমার লুকটা একটু অভিনব। সাম্প্রতিক সময়ে ব্যস্ততা কেমন? আরিফিন শুভ: রাজু স্যারের ‘ভাল থেকো’ চলচ্চিত্রের শূটিং শেষ, বাকি আছে ডাবিং। আলমগীর স্যারের একটি কাজের কথা হয়েছে। আগামী মার্চে হয়ত শূটিং শুরু হবে। -গৌতম পা-ে
×