ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পরীক্ষার্থীদের সুবিধার্থে অনুষ্ঠান পেছালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪০, ৫ ফেব্রুয়ারি ২০১৭

পরীক্ষার্থীদের সুবিধার্থে অনুষ্ঠান পেছালেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নিজের একটি পূর্ব নির্ধারিত অনুষ্ঠান আধা ঘণ্টা পিছিয়েছেন। শিক্ষা বিষয়ক এসডিজি-৪ লক্ষ্য অর্জনের কার্যকর কৌশল নির্ধারণের লক্ষ্য নিয়ে আজ রবিবার ঢাকায় তিনদিনব্যাপী ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে। সকাল ১০টায় র‌্যাডিসন হোটেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। শনিবার ওই অনুষ্ঠান আধাঘণ্টা পেছানোর কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, অনুষ্ঠানটি আজ সকাল ১০টার পরিবর্তে সাড়ে ১০টায় শুরু হবে। ছাত্র-ছাত্রীরা পরীক্ষার হলে প্রবেশের পর প্রধানমন্ত্রী গণভবন থেকে সকাল ১০টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থলের উদ্দেশে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর চলাচলের পথে সাধারণত সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয় কিছু সময়। গত বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে প্রায় ১৮ লাখ শিক্ষার্থী। পরীক্ষার দিনগুলোতে প্রধানমন্ত্রীর অন্য অনুষ্ঠানগুলোর সময়সূচীও একইভাবে নির্ধারণের জন্য ইতোমধ্যে ব্যক্তিগত কর্মকর্তাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান আশরাফুল আলম।
×