ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৮৬ পরিবারে বিদ্যুত সংযোগ

প্রকাশিত: ০৫:১৮, ৫ ফেব্রুয়ারি ২০১৭

১৮৬ পরিবারে বিদ্যুত সংযোগ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৪ ফেব্রুয়ারি ॥ ‘শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুত’ সেøাগান সামনে রেখ মাদারীপুর পল্লিবিদ্যুত সমিতি কালকিনি সাবজোনাল অফিসের উদ্যোগে শনিবার সকালে উপজেলার আলিনগর এলাকার উত্তর কানাইপুর গ্রামে ১৮৬ পরিবারের মাঝে নতুন বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। এতে পরিচালক মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আফম বাহাউদ্দিন নাছিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, কালকিনি পৌর মেয়র মোঃ এনায়েত হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, আলিনগর এলাকার ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন প্রমুখ। ঝাড়ু হাতে মেয়র স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শহর পরিচ্ছন্ন রাখতে নিজ হাতে ঝাড়ু নিয়ে আবর্জনা অপসারণ করলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। শনিবার সকাল ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশ নিয়ে নাগরিকদের নিজ আবাসস্থলসহ আশপাশ পরিচ্ছন্ন রাখার আহবান জানান তিনি। ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ উদযাপন উপলক্ষে নীলফামারীতে ওই কর্মসূচীর আয়োজন করেন ‘পরিবর্তন চাই’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সদস্য মাহমুদ হাসান জানান, দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১১টার দিকে আমরা নীলফামারীতে পরিচ্ছন্নতা কর্মসূচীর আয়োজন করি। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
×