ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গানে গানে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা

প্রকাশিত: ০৪:০৪, ৫ ফেব্রুয়ারি ২০১৭

গানে গানে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা

গৌতম পা-ে ॥ চেনা সেই কণ্ঠ, সেই গান। সুরের মাদকতা একদম যেন বদলায়নি। জীবন ধ্বংসকারী ক্যান্সার রোধ করতে পারেনি শিল্পীর সুললিত কণ্ঠকে। একে একে গাইলেন ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই’, ‘তুমি যদি সুখী হও’, ‘শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে’, ‘চিঠি দিও প্রতিদিন’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘অশ্রু দিয়ে লেখা এ গান’সহ বেশকিছু হৃদয়ছোঁয়া গান। তিনি আর কেউ নন, আমাদের দেশের গানের পাখি সাবিনা ইয়াসমিন। মিলনায়তনভর্তি দর্শক-শ্রোতা নীরবে শুনছেন এসব গান আর যেন ফিরে যাচ্ছেন গানের সোনালি অতীতে। সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করে ডিস্ট্রেস্ড চিলড্রেন এ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল (ডিসিআই)। ‘চাইল্ড রাইটস এ্যাওয়ারনেস ও ফান্ড রেইজিং’ শীর্ষক এ কনসার্ট আয়োজনে সহযোগিতা করে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। অনুষ্ঠানে আরও সঙ্গীত পরিবেশন করেন শিল্পী হায়দার হোসেন ও আইয়ুব বাচ্চু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিআইয়ের গুড উইল এ্যাম্বাসেডর চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানের শুরুতে ‘আহ্বান’ শীর্ষক দলীয় নৃত্য পরিবেশন করে বেনুকা ললিতকলা কেন্দ্রের শিশুরা। বক্তব্য রাখেন ডিসিআইয়ের প্রধান নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা ডাঃ এহসান হক। তিনি বলেন, ডিসিআইয়ে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছি। আমরা এ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং উপার্জনের সুযোগ করে দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এ চাইল্ড রাইটস এ্যাওয়ারনেস ও ফান্ড রেইজিং কনসার্টের সহায়তায় আমরা এসব শিশুর ভবিষ্যত উন্নয়নে সাহায্য করতে সক্ষম হব। অনুষ্ঠানে অদম্য সাহসিকতার জন্য মরণোত্তর ‘ডিসিআই ২০১৭ হিউমেরিটিয়ান এ্যাওয়ার্ড’ প্রদান করা হয় গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গী হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনকে। তার পরিবারের পক্ষে এ্যাওয়ার্ড গ্রহণ করেন ফারাজ হোসেনের নানা লতিফুর রহমান ও মা সিমিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেনÑ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান ড. মুহাম্মদ মুসা, এমডি ও সিইও মমিনুল ইসলাম, ডাঃ এহসান হক, ডিসিআইয়ের উপদেষ্টা ড. মোহাম্মদ আবদুল মজিদ ও চলচ্চিত্র অভিনেত্রী ববিতা। এ্যাওয়ার্ড প্রদানের সময় চিত্রনায়িকা ববিতা কান্নাজড়িত কণ্ঠে ফারাজের মাকে বলেন, আপনি একজন গর্বিত সন্তানের মা। আপনার সন্তানের আত্মত্যাগে জাতি গর্বিত। অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করে ডিসিআই ও বেনুকা ললিতকলা কেন্দ্রের শিশুরা।
×