ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাওনা টাকা চাওয়ায় একই পরিবারের চারজনকে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৮:১০, ৪ ফেব্রুয়ারি ২০১৭

 পাওনা টাকা চাওয়ায়  একই পরিবারের  চারজনকে  পিটিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জের বন্দরের দেওলী চৌড়াপাড়া এলাকায় পাওনা টাকা চাওয়ায় দেনাদাররা একই পরিবারের চারজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আহতরা হলেনÑ সাদ্দাম (২৬), তার মা খুশি বেগম (৪৫), বোন শিখা (১৮) ও তার বন্ধু তাহের (২০)। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে একরামপুর কদমরসুল কলেজ মাঠ এলাকায় মাদক বিক্রেতা আক্তার একই এলাকার তারেক (৭) নামে এক শিশুকে চোর আখ্যা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। ঘটনা দুটি ঘটেছে শুক্রবার বিকেলে। তবে রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, থানায় অভিযোগ দেয়া হয়েছে। জানা গেছে, বন্দরের দেওলী চৌড়াপাড়া এলাকার আঃ জলিল মিয়ার ছেলে সাদ্দাম একই এলাকার মৃত খোকা বেপারীর ছেলে কাওসারের কাছে গেঞ্জি ব্যবসার দেড় লাখ টাকা পান। শুক্রবার বিকেলে এ পাওনা টাকা চাওয়ায় কাওসার, তার ভাই সাঈদ ও নূর মোহাম্মদ মিলে সাদ্দাম, তার বন্ধু তাহের, মা খুশি বেগম ও বোন শিখা বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। অপরদিকে, একই উপজেলার একরামপুর কদমরসুল কলেজ মাঠ এলাকায় মাদক বিক্রেতা আক্তার একই এলাকার তারেক (৭) নামে এক শিশুকে চোর আখ্যা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এ ঘটনায় আহত শিশুর চাচাত ভাই বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আহত শিশু তারেক কদমরসুল কলেজ মাঠ এলাকার মফিজুর রহমানের ছেলে। বৃহস্পতিবার বিকেলে একই এলাকায় মাদক বিক্রেতা আক্তার শিশু আক্তার হোসেনকে মুরগি চোর আখ্যা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
×