ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৮:০৮, ৪ ফেব্রুয়ারি ২০১৭

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

জনকণ্ঠ ডেস্ক ॥ সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতি সমর্থনের অভিযোগে শুক্রবার ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা ঘটল। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। মার্কিন রাজস্ব বিভাগ জানিয়েছে, ইরানের ১৩ নাগরিক ও অন্তত ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় জানান, ‘ইরান আগুন নিয়ে খেলছে’। তারা বুঝতে পারছে না প্রেসিডেন্ট ওবামা তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। কিন্তু আমি নই। এদিকে নিষেধাজ্ঞার খবরে ইরান জানিয়েছে তারা কোনভাবেই যুদ্ধে জড়াতে চায় না। আর এই ধরনের পদক্ষেপকে অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছেন ইরানী পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। শুক্রবার এক টুইটার বার্তায় তিনি বলেন, একজন অনভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে এমন ‘অনর্থক’ হুমকিতে তার দেশ নতি স্বীকার করবে না। আর আত্মরক্ষা ছাড়া কখনই অস্ত্র প্রয়োগ করবে না ইরান। ইরানের যে ১৩ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এদের মধ্যে কয়েকজন চীন, লেবানন ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ব্যবসায়ী। বাকিরা ইরান বিপ্লবের রক্ষী বাহিনীর সদস্য।
×