ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রযুক্তির দুনিয়ায় আলোচিত খবর

প্রকাশিত: ০৬:০৯, ৪ ফেব্রুয়ারি ২০১৭

প্রযুক্তির দুনিয়ায় আলোচিত খবর

নিজেদের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ৭৮.৩ মিলিয়ন আইফোন বিক্রি করে রেকর্ড গড়েছে নির্মাতা প্রতিষ্ঠান এ্যাপল। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৫৪৩৮ কোটি ডলার। এক বছর আগে একই প্রান্তিকের প্রতিষ্ঠানটি ৭৪.৮ মিলিয়ন আইফোন বিক্রি করে ৫১৬৪ কোটি ডলার আয় করেছিল। এ্যাপলের এই অবস্থা প্রত্যাশার চেয়েও বেশি কিছু, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে। বিশ্লেষণ প্রতিষ্ঠান স্ট্রিট এ্যাকাউন্টের সূত্র মতে, বিশ্লেষকদের প্রত্যাশা ছিল ওই প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৭৭.৪২ মিলিয়ন আইফোন বিক্রি করবে ও এ থেকে আয়ের অংকটা হবে ৫৩০০ কোটি ডলার। আইফোন বিক্রির এই রেকর্ডের খবর প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য সাড়ে তিন শতাংশ বেড়ে যায় বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর আরও জানায়, এ সময়ে এক প্রান্তিকে সর্বোচ্চ আয়ে নিজেদের রেকর্ড ভেঙ্গেছে এ্যাপল। ওই প্রান্তিকের শুরুতে আইফোন ৭ উন্মোচন করা হয়েছিল। পুরো প্রান্তিকে এ্যাপলের মোট আয় হয়েছে ৭৮৪০ কোটি ডলার, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় তিন শতাংশ বেশি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে এ্যাপল প্রধান টিম কুক বলেন, “হলিডে প্রান্তিকে অ্যাপলের সর্বোচ্চ প্রান্তিক আয় ও এমন কয়েকটি রেকর্ড ভাঙ্গার প্রতিবেদন প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।”
×