ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাভারে নদী ও পরিবেশ বাঁচাতে গণশুনানি

প্রকাশিত: ০৫:৫২, ৪ ফেব্রুয়ারি ২০১৭

সাভারে নদী ও পরিবেশ  বাঁচাতে গণশুনানি

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ ফেব্রুয়ারি ॥ সাভারে ট্যানারি স্থানান্তর, ধলেশ^রী নদীকে বুড়িগঙ্গা হতে দেয়া হবে না- শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান। গণশুনানিতে স্থানীয়রা অভিযোগ করে বলেন, সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় ট্যানারি শিল্পের কারণে ঝাউচর এলাকাবাসী পরিবেশ সংকটের মুখে রয়েছে। ট্যানারির দুর্গন্ধে ওই এলাকার নারী ও শিশুরা নানা রোগে ভুগছে। ট্যানারীর বর্জ্যরে কারণে সোনা, তামা ও পিতল কালো হয়ে যাচ্ছে। ধলেশ^রী নদীর পানি দূষিত হয়ে মরে যাচ্ছে মাছ। অবিলম্বে বিষাক্ত ট্যানারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান তারা। ঘুড়ি উৎসব নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ॥ স্মার্ট জেনারেশন বাংলাদেশ ঘুড়ি উৎসব ফেডারেশন কেরানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ ঘুড়ি পরিষদের আয়োজনে শুক্রবার দুপুরে ঝিলমিল আবাসিক প্রকল্পে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ২য় ঘুড়ি উৎসব ২০১৭-এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম ফখরুজ্জামান। এ সময় মন্ত্রী বলেন, পড়াশুনা, কাজকর্মের ফাঁকে শিশু কিশোরদের খেলাধুলায় আরও উৎসাহী হওয়ার জন্য আহ্বান জানান। শিক্ষামেলা শুরু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে র‌্যালি, পটগান, মেধা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা ও মূল্যায়ন সভাসহ নানা আয়োজনে দুই দিনব্যাপী প্রাথমিক শিক্ষামেলা শুরু হয়েছে। শুক্রবার সকালে পিটিআই প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমদ্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এডিসি (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান। আরও বক্তব্য রাখেন, পিটিআই বাগেরহাটের সুপার আবু তৌহিদ, শিক্ষা অফিসার আশরাফুল আলম প্রমুখ। মেলায় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা উপকরণ নিয়ে ২০ স্টল আংশগ্রহণ করছে।
×