ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পুষ্পমেলা শুরু ॥ মুগ্ধ দর্শনার্থীরা

প্রকাশিত: ০৫:৫০, ৪ ফেব্রুয়ারি ২০১৭

রাজশাহীতে পুষ্পমেলা শুরু ॥ মুগ্ধ দর্শনার্থীরা

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ শীতের সকালে হাজারো ফুলের সমারোহে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী পুষ্পমেলা। ফুলের প্রতি ভালবাসায় সকাল থেকেই ফুলপ্রেমীরা ভিড় জমান মেলা প্রাঙ্গণ রাজশাহী নগরীর মণিবাজার চত্বরে। পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে এসে অনেকে মত্ত হন পছন্দের ফুলের সঙ্গে নিজেদের ছবি তুলে স্মৃতিময় করে রাখতে। যেন ফুলপ্রেমীদের হাট বসেছে মেলা প্রাঙ্গণজুড়ে। শুক্রবার সকালে নগরীর মণিবাজার চত্বরে মেলার উদ্বোধন করেন আরএমপি কমিশনার শফিকুল ইসলাম। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর পরেই ফুলপ্রেমীদের জন্য উন্মুক্ত করা হয় মেলা প্রাঙ্গণ। দর্শনার্থীরা বলেন, ফুলের প্রতি ভালবাসা থেকেই এখানে এসেছেন। বাহারি দেশী-বিদেশী ফুলের সমারোহে তারা মুগ্ধ। নগরীর শিরোইল এলাকা থেকে মেলায় শিশুদের নিয়ে এসেছিলেন রুমা খাতুন। তিনি বলেন, ফুলের সঙ্গে যারা সম্পৃক্ত থাকেন তারা খারাপ কাজ থেকে বিরত থাকেন। বাচ্চাদের ফুলের সঙ্গে সম্পৃক্ত রাখলে তাদের মন ভাল হবে, তাদের খারাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই তিনি যেখানেই ফুলের সুবাস পান সেখানেই ছুটে যান। মেলায় ফুলের সমারোহে তিনি মুগ্ধ বলে জানান। তার মতো পুষ্পমেলায় এসে অনেকে মুগ্ধ হয়েছেন শীতের সকালে। প্রতিবারের মতো এবারও রাজশাহীর ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী এ পুষ্পমেলার আয়োজন করেছে বৈকালী সংঘ। এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বৈকালী সংঘের সভাপতি এম মনিরুজ্জামান ছানার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু প্রমুখ। এ উপলক্ষে সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে ১০৯ জন শিশু অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, এবার পুষ্পমেলায় ১৪টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোর মধ্যে শোভা পাচ্ছে থরে থরে সাজানো দেশী-বিদেশী ফুল। রয়েছে জেমিনি, ডরিস ডে, চায়না রোজ, পিগালি, নাইট আউল, সুপার মুন, সাদা হাজরী, হাজারো জাতের গোলাপ, ফিজি, কোকলোর, মিনি সাদা, সি চীফ, তাজমহল, ডায়মন্ড, পেঞ্জিসহ বিভিন্ন রঙের ফুল। এসব বাহারি ফুল একসঙ্গে দেখতে পেয়ে মুগ্ধ হন দর্শনার্থীরা। আগামী রবিবার পর্যন্ত এ মেলা চলবে।
×