ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বরিশালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি ছয়জন

প্রকাশিত: ০৫:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০১৭

বরিশালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি  ছয়জন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সাইদুর রহমান হৃদয় গাজীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ছয় ছাত্র বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। সূত্রমতে, সময় সংক্ষেপের কারণে ওই ছয় ছাত্রের শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষও তাদের পরীক্ষা নেয়ার বিষয়ে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে। এছাড়া বরিশালে কিশোর আদালত না থাকার কারণে এ পরীক্ষার সুযোগ পায়নি ওই ছয় শিক্ষার্থী। বরিশালে শিশুদের আইনী সহায়তা প্রকল্পের দায়িত্বে থাকা বেসরকারী সংস্থা স্কোপের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন শিপলু জানান, হৃদয় হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত ছয় ছাত্রকে বরিশালে সংশোধনাগার না থাকায় যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, পরীক্ষার বিষয়ে টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষকে বরিশাল শিশু আদালত তলব করেছিল। কিন্তু তিনি সময় সংক্ষেপের কারণে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। ফলে ওই ছাত্ররা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। বরিশাল সমাজসেবা অধিদফতরের শহর প্রবেশন অফিসার সাহাজাদী আক্তার বলেন, গ্রেফতারকৃত ছয় ছাত্রের পরীক্ষার বিষয়ে চেষ্টা করা হয়েছিল। কিন্তু সময় সংক্ষেপ ও নানা কারণে ওদের পরীক্ষার সুযোগ করে দেয়া যায়নি। উল্লেখ্য, গত শনিবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সাইদুর রহমান হৃদয় গাজীকে পরেশ সাগর মাঠে কুপিয়ে হত্যা করে কিশোর সন্ত্রাসীরা।
×