ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ৫ যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:০৭, ২ ফেব্রুয়ারি ২০১৭

হবিগঞ্জে ৫ যুবকের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, স্কুলছাত্র তৌকির হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদ-ে দ-িত করেছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেন, হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার হিরাজ মিয়ার পুত্র হেলাল উদ্দিন তুর্কি (১৮), শহরের নাতিরাবাদ এলাকার নানু মিয়ার পুত্র রনি (১৯), একই এলাকার সিদ্দিক মিয়ার পুত্র আক্তার মিয়া (২০), ইনাতাবাদ এলাকার ইদু মিয়ার পুত্র সাদ্দাম (১৮) ও একই এলাকার গফুর মিয়ার পুত্র নিয়াজ (১৫)। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন ওই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আদালতের কাঠগড়ায় দ-প্রাপ্ত আসামি নিয়াজ ও আক্তার উপস্থিত থাকলেও অবশিষ্টরা ছিল পলাতক। তুচ্ছ ঘটনার জের ধরে বিগত ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ শহরের তিনকোনা পাড়ার বাসা থেকে ডেকে নিয়ে মেধাবী স্কুল ছাত্র তৌকিরকে ছরিকাঘাতে হত্যা করে দ-প্রাপ্তরা।
×