ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে হজযাত্রী টানতে তৎপর দালাল চক্র

প্রকাশিত: ০৪:৪৬, ২ ফেব্রুয়ারি ২০১৭

চাঁপাইয়ে হজযাত্রী টানতে তৎপর দালাল চক্র

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ হজ প্যাকেজ ঘোষণার সঙ্গে সঙ্গে জেলাজুড়ে এক শ্রেণীর অসাধু ব্যক্তি নেমে পড়েছে হজ বাণিজ্যে। হ্যাবের প্রতিনিধিত্ব দাবিদার এইসব ব্যক্তি জেলার আনাচে কানাচে সাধারণ মানুষকে ঠকাবার কাজ করছে। হজে যাওয়া থেকে শুরু করে মক্কাতে অবস্থানকালে নানান ধরনের সুযোগ-সুবিধার প্রলোভন দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দলে টানবার চেষ্টা করছে। ঢাকাতে অবস্থানকারী হ্যাব নামধারী একাধিক সংগঠনের ব্যানারে শত প্রতিনিধি ছেড়ে দিয়েছে এরা গ্রামেগঞ্জে। নানান সুযোগ-সুবিধার পাশাপাশি সরকারী রেটের অনেক কম টাকায় হজে যাওয়ার প্রলোভনও দিচ্ছে। এইসব হ্যাব দালালের মধ্যে রয়েছে অবসরে যাওয়া বিভিন্ন বিভাগের কর্মচারী, মাদ্রাসার শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন। স্থানীয়ভাবে এদের মদদ দিচ্ছে বেশ কিছু বেসরকারী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী। এ জন্য তারা অঘোষিতভাবে ঘোষণা করেছে কমিশন দেয়ার, যাতে করে হজের টাকা এদের ব্যাংকে জমা হয়। প্রলোভনে পড়ে গ্রামাঞ্চলের অসহায় মানুষ জমিজমা ও ভিটে মাটি বিক্রি ও বন্ধক দেয়ার প্রস্তুতি নেয়া শুরু করেছে। বিশেষ করে এসব হজ বাণিজ্যের দালালরা টার্গেট করেছে সদ্য অবসরে যাওয়া সরকারী কর্মচারী কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। এ ছাড়াও শহর ও গ্রামঞ্চলের প্রভাবশালীদের কাছে টোপ ফেলেছে তাদের বিনা পয়সায় হজে নিয়ে যাওয়ার। বিনিময়ে তারা নির্দিষ্ট পরিমাণ হজযাত্রী খুঁজে দেবে কিংবা হজে যাওয়ার জন্য চাপ দেবে। এসব প্রভাবশালী হজ দালালের খপ্পরে পড়ে ও বিনা পয়সায় হজে যাওয়ার প্রলোভনে নেমে পড়েছে মাঠে। এছাড়াও হজ প্যাকেজের মতো সহনীয় পর্যায়ের সুদের বিনিময়ে টাকা ধার দেয়ার গ্রাম্য মহাজনেরাও প্যাকেজ ঘোষণা করেছে। তারা ছড়াচ্ছে হজের নামে ধার দেয়া টাকার সুদ কম ধরা হবে।
×