ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৯ বছর সংযোগ সড়কহীন সেতু ॥ জনদুর্ভোগ

প্রকাশিত: ০৫:১৮, ১ ফেব্রুয়ারি ২০১৭

৯ বছর সংযোগ সড়কহীন সেতু ॥ জনদুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩১ জানুয়ারি ॥ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চরআশুতোষপুর পদ্মার ক্যানেলে ৯ বছর আগে দেড় কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হলেও এখন পর্যন্ত সংযোগ সড়ক করা হয়নি। সংযোগ সড়কের অভাবে সেতুটি চলাচলের উপযোগী না হওয়ায় চরাঞ্চলের ১০ গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন অনেক ঘোরা পথে নানা দুর্ভোগের মধ্যে যাতায়াতে বাধ্য হচ্ছে। জানা গেছে, চরআশুতোষপুর পদ্মার ক্যানেলে ২০০৬ সালে এলজিইডির উদ্যোগে ১শ’ মিটারের এ সেতুটি নির্মাণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংযোগ সড়ক না করায় এলাকার জনদুর্ভোগ চরমে উঠেছে। ব্রিজের এক প্রান্তের চরাঞ্চলের আশুতোষপুর, দ্বীপচর, কোষাখালী, রামচন্দ্রপুর, সদিরাজপুর, চরসদিরাজপুর, রাধাকান্তপুরসহ ১০টি গ্রামের অধিবাসীরা ৪-৫ কিলোমিটার ঘোরা পথে শহরে যাতায়াত করছে। বেশি দুর্ভোগে পড়েছে স্কুলগামী ছাত্রছাত্রীরা। ব্রিজের ওপারে অবস্থিত বলরামপুর হাই স্কুল, বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় প্রতিদিন কয়েক কিলোমিটার ঘুরে ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে। এসব ছাত্রছাত্রীকে বৃষ্টি মৌসুমে কাদা রাস্তা ভেঙ্গে যাতায়াত করতে হচ্ছে। অপর প্রান্তে কমিউনিটি হাসপাতাল হওয়ায় রোগীদের অনেক বিড়ম্বনার মধ্যে যাতায়াত করতে হচ্ছে। এছাড়াও চরাঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য ঘোরা পথে শহরে বিক্রি করতে আসায় কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে বলে কৃষকরা জানিয়েছে। ব্রিজটির রেলিং ইতোমধ্যে দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে। এ ব্যাপারে দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহসান জানিয়েছেন, সংযোগ সড়কের অভাবে ব্রিজটি চালু না হওয়ায় জনদুর্ভোগের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংসদ সদস্যকে জানানো হয়েছে। তিনি অবিলম্বে সেতুটির সংযোগ সড়ক নির্মাণে এলজিইডির হন্তক্ষেপ কামনা করেছেন।
×