ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুয়েটে আন্দোলনরত দুই সিরিজের ক্লাস পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ০৫:০৯, ১ ফেব্রুয়ারি ২০১৭

রুয়েটে আন্দোলনরত দুই সিরিজের ক্লাস পরীক্ষা স্থগিত

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিজনিত কারণে ১৪ ও ১৫ সিরিজের সকল এ্যাকাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য বর্ষের সকল সিরিজের যাবতীয় এ্যাকাডেমিক কার্যক্রম যথারীতি অনুষ্ঠিত হবে। এদিকে ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে চতুর্থ দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে এই দুই বিভাগের শিক্ষার্থীরা। গত শনিবার থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, সোমবার রাতে উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগের সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। বৈঠকে উপাচার্য শিক্ষার্থীদের দাবি মানতে অপারগতা প্রকাশ করেন। এজন্য বাধ্য হয়েই তারা আন্দোলন অব্যাহত রেখেছে।
×