ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম নগরীকে ডাস্টবিনমুক্ত করা হচ্ছে

প্রকাশিত: ০৫:০৮, ১ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রাম নগরীকে ডাস্টবিনমুক্ত করা হচ্ছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্যকর নগরী গড়তে ডাস্টবিনমুক্ত করা হচ্ছে চট্টগ্রামকে। মঙ্গলবার সকালে নগরীর উপহার সিনেমা হলের সামনের ডাস্টবিন নিজ হস্তে উচ্ছেদ করার মধ্য দিয়ে কর্মসূচী উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, নগরীর পরিবেশকে স্বাস্থ্যসম্মত হিসেবে গড়ে তুলতে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ এবং অপসারণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। দুর্গন্ধমুক্ত, স্বাস্থ্যকর, পরিবেশবান্ধব, বাসোপযোগী ও বিশ্বমানের চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে শুরু হয়েছে যত্রতত্র থাকা ডাস্টবিন উচ্ছেদ অভিযান। চসিক ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা শতভাগ সফল করার পাশাপাশি ডাস্টবিনমুক্ত শহর হিসেবে গড়ে উঠবে চট্টগ্রাম। এ উপলক্ষে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হক। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন প্যানেল চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌসী আকবর এবং চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী ও স্বপন ঘোষ।
×