ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে ৪৬৯ রেলওয়ে স্টেশনের ১৩৮টিরই কার্যক্রম বন্ধ রয়েছে

প্রকাশিত: ০৮:২২, ৩১ জানুয়ারি ২০১৭

দেশে ৪৬৯ রেলওয়ে স্টেশনের ১৩৮টিরই কার্যক্রম বন্ধ রয়েছে

সংসদ রিপোর্টার ॥ দেশে ৪৬৯ রেলওয়ে স্টেশনের মধ্যে বর্তমানে ১৩৮টির কার্যক্রম বন্ধ রয়েছে বলে সংসদকে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি জানান, ভারতে ত্রিপুরার সঙ্গে রেল যোগাযোগের জন্য ফেনী-বিলোনিয়া রেলপথ দ্রুতই চালু করা হবে। ভারতের সঙ্গে পূর্বে যে সব রেলপথগুলো চালু ছিল তার সবগুলোই পর্যায়ক্রমে চালু করা হবে। সংরক্ষিত মহিলা আসনের সদস্য পিনু খানের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়েতে মোট ৪৬৯ রেল স্টেশন আছে। বর্তমানে রেলওয়েগুলোতে জনবল স্বল্পতা বিরাজ করছে। জনবলের স্বল্পতার কারণে বর্তমানে রেলের ১৩৮ স্টেশনের কার্যক্রম আংশিক বা সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে ইতোমধ্যে সহকারী স্টেশন মাস্টার পদে ২৬৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে। মধ্যে ১৩৯ জনকে প্রশিক্ষণ শেষে বিভিন্ন স্টেশনে নিয়োগ দেয়া হবে। অবশিষ্ট ১২৮ জনের প্রশিক্ষণ এপ্রিলে শেষ হবে।
×