ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ইন্দিরা-মুজিব সূচিত সম্পর্ক মোদি-হাসিনা আমলে আরও সুদৃঢ় হয়েছে ॥ শ্রিংলা

প্রকাশিত: ০৫:৪৮, ৩১ জানুয়ারি ২০১৭

ইন্দিরা-মুজিব সূচিত সম্পর্ক মোদি-হাসিনা আমলে আরও সুদৃঢ়  হয়েছে ॥ শ্রিংলা

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে ১৯৭১ সালে যে সুসম্পর্ক স্থাপিত হয়েছিল বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেদ্র মোদির মধ্যে সে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। ভারত-বাংলাদেশের মধ্যে এই সুসম্পর্ক ভবিষ্যতেও অটটু থাকবে। সোমবার সকালে মহারানী রানী ভবানী প্রতিষ্ঠিত নাটোর শহরের লালবাজারের জয়কালী মন্দির পুনঃনির্মাণে ভারত সরকারের উন্নয়ন সহযোগিতার প্রথম কিস্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওদিকে রবিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ভবন ও আইসিটি সেন্টার নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান শ্রিংলা। তিনি বলেন, এমন একটি ঐতিহ্যময় স্থানে এই কাজটি হতে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ একাডেমিতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ভবন ও আইসিটি সেন্টার নির্মাণ হলে এটি হবে দু’দেশের জন্য নতুন মাইলফলক। ভারতীয় হাইকমিশনার বলেন, ‘উপযুক্ত স্থানেই ভবনটি নির্মাণ হতে যাচ্ছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। তিনি আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনী বাংলাদেশের হিন্দুদের যে সকল মন্দিরের ক্ষতিসাধন করেছে সে সকল মন্দিরের পুনঃনির্মাণ ও বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকবে ভারত সরকার। এর আগে বেলা ১১টায় ভারতীয় হাইকমিশনার শহরের লালবাজারে এসে পৌঁছলে জয়কালীবাড়ি মন্দির কমিটি ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ অন্যান্য তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে জয়কালী মন্দির সংস্কার কমিটির সভাপতি খগেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, পৌরমেয়র উমা চৌধুরী জলি, বৃহত্তর রাজশাহী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অনিল সরকারসহ সংশ্লিষ্টরা। মহারানী ভবানী প্রতিষ্ঠিত নাটোর লালবাজারের জয়কালী মন্দির পুনঃনির্মাণে ভারত সরকারের উন্নয়ন সহযোগিতা কর্মসূচীর আওতায় ৯৭ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা অনুদান দেয়ার ঘোষণা করা হয়। তারই অংশ হিসেবে প্রথম কিস্তিতে ১৯ লাখ ৪০ হাজার ৬৭৫ টাকার চেক হস্তান্তর করা হলো।
×