ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কানাডার মসজিদে সন্ত্রাসী হামলা নিহত ৬

প্রকাশিত: ০৫:৪৪, ৩১ জানুয়ারি ২০১৭

কানাডার মসজিদে সন্ত্রাসী হামলা নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ কানাডার কুইবেক অঙ্গরাজ্যের রাজধানী কুইবেক সিটির একটি মসজিদে ঢুকে রবিবার তিন বন্দুকধারী নির্বিচারে গুলি চালায়। এতে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছে। মসজিদ কমিটির প্রেসিডেন্ট মুহাম্মদ ইয়ানগুই এ কথা বলেন। খবর আল-জাজিরা ও বিবিসির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রবিবার রাতে কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের একটি মসজিদে যখন গুলির ঘটনা ঘটে, তখন সেখানে এশার নামাজে ৫০ জনের বেশি লোক নামাজ পড়ছিলেন। তখন তিনজন বন্দুকধারী মুসল্লিদের ওপর গুলি চালায়। স্থানীয় সময় রাত ৮টায় গুলির এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কতজন বন্দুকধারী এ হামলাটি চালিয়েছে তা স্পষ্ট না হলেও তারা সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইংরেজী ও ফরাসী ভাষায় টুইট করে এ হামলাকে মুসলমানদের ওপর ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন। কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের ফেসবুক পেইজে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে মসজিদের বাইরে পুলিশের তৎপরতা দেখানো হয়। গুলির ঘটনা যখন ঘটে, তখন মসজিদ কমিটির প্রেসিডেন্ট সেখানে উপস্থিত ছিলেন না। তিনি টেলিফোনে জানান, এটা এখানে কেন ঘটল তা আমি জানি না। এটা বর্বরতা ছাড়া আর কিছু না। তিনি বলেন, মসজিদের প্রশাসন কর্মকর্তাদের মধ্যে একজন আমাকে ফোন করে বলেন যে, মসজিদে হামলা চালানো হয়েছে। আমি তখন মসজিদে দৌড়ে গিয়েছি। প্রাথমিকভাবে ইয়াংগুই নিহতের সংখ্যা পাঁচজনের কথা জানিয়েছিলেন। পরে পুলিশ ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। গত বছর জুনে মসজিদের দরজার সামনে র‌্যাপিং পেপারে মোড়া একটি শূকরের মাথা ফেলে রাখা হয়েছিল। স্থানীয় সংবাদপত্র লো সোলেইল জানিয়েছে, হামলাকারীদের একজনের বয়স ২৭ বছর ও সে স্থানীয় বাসিন্দা। অপর একজনের হাতে একে ৪৭ ছিল। তবে পুলিশ এসব তথ্য নিশ্চিত করতে পারেনি। কুইবেক প্রাদেশিক সরকারের প্রধান ফিলিপ কুইলা এই বর্বর হামলার নিন্দা জানিয়ে স্থানীয় মুসলমানদের পাশের থাকার ঘোষণা দিয়েছেন। আফ্রিকা থেকে আসা মুসলমানদের সংখ্যা বাড়তে থাকায় সাম্প্রতিক সময়ে কুইবেকের পুরনো বাসিন্দাদের মধ্যে ইসলামোফোবিয়া বাড়ছে। ২০০৫ সালে কানাডার ফেডারেল নির্বাচনে মুসলমান নারীদের নিকাব পরার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ২০১৫ সালে এ্যান্টারিওর একটি মসজিদ পুড়িয়ে দেয়া হয়। প্যারিসে জঙ্গী হামলার একদিন পর কানাডায় ওই ঘটনা ঘটে। কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের মসজিদে নামাজ পড়তে আসা মুহাম্মদ ওউদগিরি বলেন, তিনি কুইবেকে আছেন ৪২ বছর ধরে। সম্প্রতি তিনি দুশ্চিন্তায় ভুগছেন এবং মরক্কোয় পিতৃপুরুষের ভিটায় ফিরে যাওয়ার কথা ভাবছেন। কানাডার কুইবেক অঙ্গরাজ্যের রাজধানী কুইবেক সিটিতে আট লাখের বেশি মানুষ বসবাস করেন। এ অঞ্চলের অন্যতম ভাষা ফরাসী।
×