ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে সুচির দলের উপদেষ্টা মুসলিম আইনজীবীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৮:১৬, ৩০ জানুয়ারি ২০১৭

মিয়ানমারে সুচির দলের উপদেষ্টা মুসলিম আইনজীবীকে গুলি করে হত্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারের বিশিষ্ট মুসলিম আইনজীবী কো নিকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার ইয়াঙ্গুন বিমানবন্দরে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়। তাকে হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। কো নি ছিলেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর আউং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) উপদেষ্টা। দেশের শীর্ষ আইনজীবী কো নি বৌদ্ধপ্রধান মিয়ানমারের গুটিকয় মুসলিম নেতার অন্যতম। খবর বিবিসি অনলাইনের। রবিবার বিদেশ সফর শেষে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণ করেন কো নি। পরে ট্যাক্সিতে করে যাওয়ার সময় পিস্তল দিয়ে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়। এ সময় ওই ট্যাক্সি চালকও গুলিবিদ্ধ হন। সন্দেহভাজন ওই হত্যাকারীকে আটক করা হয়েছে। তবে তার উদ্দেশ্য কি ছিল সেটা জানা যায়নি। ১৯৮৮ সালে সামরিক জান্তাবিরোধী গণঅভ্যুত্থানের সময় কো নি ছিলেন এনএলডির ছাত্রনেতা। পরে রাজবন্দী হিসেবে জেলও খাটেন তিনি। জেল থেকে মুক্তির পর তিনি দলের দলের উপদেষ্টা নিযুক্ত হন।
×