ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রকৃত মহানায়িকা

প্রকাশিত: ০৫:২৮, ৩০ জানুয়ারি ২০১৭

প্রকৃত মহানায়িকা

পাচারকারীদের হাত থেকে ১২ হাজার মেয়েকে বাঁচিয়ে ভারত সরকারের পদ্মশ্রী খেতাবে ভূষিত হতে যাচ্ছেন নেপালের অনুরাধা কৈরালা। দালালদের খপ্পর থেকে হাজারো মেয়েকে তিনি ফিরিয়ে এনেছেন স্বাভাবিক জীবনে। অসহায় মেয়েদের পাশে দাঁড়ানোর কারণে সবার কাছে ‘মহানায়িকা’ হয়ে উঠেছেন এই নারী। পাচারকারী কিংবা দেহ ব্যবসায়ীদের হাত থেকেই শুধু নয়, যেসব মেয়ে পারিবারিক সহিংসতার শিকার তাদের রক্ষার্থেও কাজ করেন অনুরাধা। অসহায় মেয়েদের আশ্রয়ের জন্য তিনি তৈরি করেছেন ‘মাইতি’ নামের একটি সংস্থা। নেপালী ভাষায় ‘মাইতি’ শব্দের অর্থ মায়ের বাড়ি। পাচারকারী বা দেহ ব্যবসায়ীদের হাত থেকে উদ্ধার করার পর কেউ যদি তার নিজের বাড়ি ফিরতে না চায়, তাদের আশ্রয় মাইতি। সত্যিকার অর্থেই সহায়হীন মেয়েদের মায়ে পরিণত হয়েছেন মহীয়সী অনুরাধা।- এশিয়া নিউজ অবলম্বনে
×