ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়া বাংলাদেশে এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী

প্রকাশিত: ০৩:৫৯, ৩০ জানুয়ারি ২০১৭

ইন্দোনেশিয়া বাংলাদেশে এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইয়ান উইরানাতা আতমাদজা রবিবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত জানান, ইন্দোনেশিয়ার সরকারী ও বেসরকারী খাত বাংলাদেশের বিদ্যুত ও জ্বালানি খাত সম্পর্কে আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ইন্দোনেশিয়া বাংলাদেশে একটি ভাষমান এলএনজি টার্মিনাল নির্মাণ এবং এলএনজি বিক্রি করতে চায়। এ সময় বিদ্যুত ও জ্বালানি খাতের বিভিন্ন বিষয়ে ও ইন্দোনেশিয়ার অবস্থান নিয়ে আলোচনা করা হয়। প্রতিমন্ত্রী, ইন্দোনেশিয়ার আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের ইন্দোনেশিয়ার কয়লার বিষয়ে আগ্রহ আছে। বিষয়ে একটি সেমিনার করা যেতে পারে। এতে ইন্দোনেশিয়ার জ্বালানি সম্পর্কে আমরা জানতে পারব। তিনি বলেন, আগামীতে আমাদের সাড়ে তিন হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস অতিরিক্ত প্রয়োজন হবে। এর জন্য আমরা সহজপ্রাপ্য উৎস খুঁজছি। সরকারী ব্যবস্থাপনার অর্থাৎ জি-টু-জি ব্যবসা-বাণিজ্যকে আমরা উৎসাহিত করি। এ সময় অন্যদের মাঝে বিদ্যুত সচিব ড. আহমদ কায়কাউস ও জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
×