ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলার জুয়েলারি স্টলে তরুণীদের ভিড়

প্রকাশিত: ০৩:৫৫, ২৯ জানুয়ারি ২০১৭

বাণিজ্যমেলার জুয়েলারি স্টলে তরুণীদের ভিড়

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন ডিজাইনের ইমিটেশন গহনার প্রতি নারীদের আকর্ষণ চিরন্তন। বাণিজ্যমেলার শেষ সপ্তাহে তাই বাহারি ডিজাইনের গহনা কিনতে জুয়েলারির স্টলগুলোতে ভিড় করছেন তরুণীরা। আর ক্রেতা আকষর্ণে মেলায় ছাড়ের সঙ্গে আউটলেটগুলোতে ডিসকাউন্টে গহনা কেনার সদস্য কার্ড দিচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জুয়েলারি। নিত্য সাজের সঙ্গে যে কোন উৎসবে বাহারি গহনা লাগে নারীদের। বাণিজ্যমেলা থেকে তাই হাল ফ্যাশনের গহনা সংগ্রহের সুযোগ হাতছাড়া করতে চান না কেউ। বাণিজ্যমেলার জুয়েলারি দোকানগুলোতে তরুণী ও গৃহিণীদের এখন উপচে পড়া ভিড়। বিশেষ করে এক্সক্লুসিভ কালেকশন ও বাহারি ডিজাইনের কারণে বিদেশী গহনার প্রতি নারীদের আকর্ষণ বেশি দেখা গেছে। গহনা ভাল বিক্রি হওয়ায় খুশি বিক্রয় কর্মীরা। ইমিটেশনের গহনার মধ্যে গলার চেইন, কানের দুল, চুড়ি ও ব্রেসলেট বেশি বিক্রি হচ্ছে। সঙ্গে চলছে বেল্ট এবং পাথরের ডিজাইনের লেডিস ও জেন্টস ঘড়ি। স্বর্ণপদক পেলেন বাংলাদেশ ব্যাংকের ২৩ কর্মকর্তা অর্থনৈতিক রিপোর্টার ॥ নিজেদের নির্বাচিত মেধাবী ও চৌকস ২৩ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিকেশন এ্যাওয়ার্ড’ তুলে দেন গবর্নর ফজলে কবির। ২০১৪ সালের জন্য এককভাবে স্বর্ণপদক পেয়েছেন যুগ্ম পরিচালক মোঃ নজিম উদ্দিন, রণজিৎ কুমার রায়, প্রদীপ পাল ও সিস্টেম এ্যানালিস্ট মাসুমা বেগম। আর দলগতভাবে পুরস্কার পেয়েছেন উপমহাব্যবস্থাপক মোঃ আশ্রাফুল আলম ও সৈয়দ নজরুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ মানের পুরস্কারের জন্য পাঁচ টিমে ১৭ জনের মধ্যে রয়েছে দু’জন উপমহাব্যস্থাপক এবং একজন উপ-পরিচালক। এছাড়া অন্য সবাই যুগ্ম পরিচালক হিসেবে বিভিন্ন বিভাগে কর্মরত। হিলি বন্দর দিয়ে পাথর আমদানি বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ হিলি স্থলবন্দর দিয়ে দিন দিনই বাড়ছে ভারত থেকে পাথর আমদানির পরিমাণ। পাশাপাশি বাড়ছে সরকারের রাজস্ব আয়ও। পাথর আমদানিকে কেন্দ্র করে হিলিতে গড়ে উঠেছে পাথর কেনা-বেচার বিশাল বাজার। প্রতিদিনই এ বন্দরে বিক্রি হচ্ছে কোটি টাকার পাথর। পাথরে ছেয়ে গেছে হিলি স্থলবন্দরের পানামা ওয়্যার হাউসের মাঠ। ওয়্যার হাউসের এক-তৃতীয়াংশ জায়গাজুড়ে শুধু পাথর আর পাথর। হিলি কাস্টমসের হিসাব অনুযায়ী, গত ছয় মাসে এ স্থলবন্দর দিয়ে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন পাথর আমদানি হয়েছে।
×