ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেমিটেন্সে ফি আরোপের প্রস্তাব সৌদি শূরা কাউন্সিলে নাকচ

প্রকাশিত: ০৪:২৩, ২৭ জানুয়ারি ২০১৭

রেমিটেন্সে ফি আরোপের প্রস্তাব সৌদি শূরা কাউন্সিলে নাকচ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে সৌদি সরকার কোন ফি আরোপ করবে না বলে গত সোমবার ঘোষণা দেয় দেশটির অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় সৌদি আরবের সূরা কাউন্সিলেও প্রবাসীদের আয়ে ফি আরোপের প্রস্তাবটি বাতিল করা হয়েছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, কাউন্সিলের ৭৩ শতাংশ সদস্য রেমিটেন্সে ফি আরোপের প্রস্তাবটি বাতিলের পক্ষে রায় দিয়েছেন। কাউন্সিলের মোট ১১৯ সূরা সদস্য এই মৌখিক ভোটে অংশ নেন। এর মধ্যে প্রস্তাবটি বাতিলের পক্ষে ভোট দেন ৮৬ সদস্য। বাকি ৩৩ সদস্য ফি আরোপের পক্ষে ভোট দেন। ফি আরোপের বিষয়টির সমালোচনা করে এক সূরা সদস্য প্রশ্ন রাখেন, কেন এই ফি? ফি আরোপ করে আমাদের অর্থনীতির এমন কী উন্নতি ঘটে যাচ্ছে? সংশোধনী ২৫শে জানুয়ারী ২০১৭, দৈনিক জনকন্ঠের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘পূঁজিবাজারে শীর্ষে ব্যাংক’ শীর্ষক সংবাদে ন্যাশনাল ব্যাংক লিঃ এর ২০১৫ সালের পরিচালন মুনাফা ৬৮১ কোটি টাকা উল্লেখ করা হয় কিন্তু প্রকৃত পক্ষে ২০১৫ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালন মুনাফা ছিল ৮৪৬ কোটি টাকা।
×