ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে তিন বাড়িতে ডাকাতি ॥ আটক তিন

প্রকাশিত: ০৪:১১, ২৭ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জে তিন বাড়িতে ডাকাতি ॥ আটক তিন

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৬ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জে আইনজীবীর বাড়িসহ তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে ডাকাতরা আড়াইহাজারের ধন্দী এলাকায় আইনজীবী ইমরান হোসেনের বাড়ি থেকে নগদ টাকা-পয়সা ও স্বর্ণাঙ্কারসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে বৃহস্পতিবার ভোরে বন্দরে নয়ানগর মুকফুলদী এলাকা থেকে ডাকাতরা ১০ ভরি স্বর্ণালঙ্কার, ১১ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকা মাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে মোহসিন মোল্লা আহত হয়। স্থানীয় বাসিন্দরা তিন ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেফতারকৃত তিন ডাকাতের মধ্যে দু’ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলোÑ আলআমিন ও ইদ্রিস। জানা গেছে, বুধবার রাতে এ্যাডভোকেট ইমরান হোসেনের বাড়িতে ১৪-১৫ জনের একদল ডাকাত হানা দেন। ডাকাতরা দরজা ভেঙ্গে বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্রসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে বন্দরের নয়ানগর মুকফুলদী গ্রামের কুতুবউদ্দিন মোল্লার বাড়িতে বৃহস্পতিবার ভোরে ৫-৬ জনের মুখোশধারী ডাকাতদল হানা দেয়। কুতুবউদ্দিন মোল্লা জানান, প্রথমে ডাকাতরা তার বাড়ির গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে পরিবারের সকলকে জিম্মি করে ফেলে। পরে তাকে ও তার স্ত্রীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের আলমিরা খুলে ১১ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
×