ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের সাইক্লিস্ট পারুল চলে গেলেন না ফেরার দেশে

প্রকাশিত: ০৮:৪১, ২৬ জানুয়ারি ২০১৭

জাতীয় দলের সাইক্লিস্ট পারুল চলে গেলেন না ফেরার দেশে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ জাতীয় দলের সাইক্লিস্ট পারুল আক্তার (২৯) অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। জেলার শেখ ফজিলাতুন নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালে নয়দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার তিনি মারা যান। এদিন সন্ধ্যায় স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি দিনাজপুর জেলা সদর থানার পাটুয়াপাড়ার ফিরোজ আলমের স্ত্রী। এক কন্যা সন্তানের জননী পারুলের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমির স্টাফ কোয়ার্টারে স্বামী ও সন্তানকে নিয়ে থাকতেন পারুল। তারা স্বামী-স্ত্রী দুজনই আনসার বাহিনীতে চাকরি করতেন। পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে গত ১৭ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে ঘরের সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান পারুল। এ সময় তার স্বামী ও প্রতিবেশীরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে পারুলের বড় বোন নড়াইল জেলার ধুন্দা এলাকার আব্দুর রউফ শিকদারের স্ত্রী রাজিয়া খাতুন কালিয়াকৈর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। সফিপুর আনসার ভিডিপি একাডেমি সূত্রে জানা যায়, জাতীয় প্রতিযোগিতায় সাইক্লিংয়ে পারুলের বেশ সাফল্য রয়েছে। তিনি ২০১৪ সালে দিল্লীতে অনুষ্ঠিত এশিয়ান সাইক্লিং ট্র্যাক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এছাড়াও এসএ গেমসের সর্বশেষ আসরেও ট্র্যাকে ছিলেন তিনি।
×