ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জল ও জলতন্ত্র সম্মেলনে বক্তারা

পানির অধিকার নিশ্চিত করতে হবে

প্রকাশিত: ০৫:৫৩, ২৬ জানুয়ারি ২০১৭

পানির অধিকার নিশ্চিত করতে হবে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৫ জানুয়ারি ॥ কুয়াকাটায় শুরু হলো ওয়াটার ডেমোক্রেসি বা জল ও জলতন্ত্র সম্মেলন। বুধবার সকালে হোটেল নিলঞ্জনা মিলনায়তনে এ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একশন এইড বাংলাদেশের ল্যান্ড এ্যান্ড ওয়াটার রাইটস বিভাগের ম্যানেজার শমসের আলী। দেশীয় গবেষণা, মানবাধিকার, নদীর অধিকার এবং ওয়াটার কমন্সের উদ্দেশ্য নিয়ে বিশদ আলোচনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশ বলা হয়। কিন্তু পানি কেন্দ্রিক নগর উন্নয়ন পরিকল্পনা এবং গবেষণা নেই। প্রতিটি মানুষের মধ্যে বিজ্ঞানী চেতনা রয়েছে। নদী শুধু পানি নয়। অন্য কিছু। আমাদের রাজনীতির বড় বিষয় পানি। ব্র্যাক বিশ^বিদ্যালয়ের প্রফেসর অব এমেরিটাস ড. আইনুন নিশাত বলেন, পানি সম্পর্কিত সাদামাটা কথা আমরা জটিলভাবে বলি। নদীর উপরে সেতু বানানো অন্যায় নয়, নদীকে সঙ্কুচিত করা অন্যায়। পরিবেশ, অর্থনীতি, রাজনৈতিক ও সামাজিক মূল্য আছে পানির। তার চাইতে বড় কথা পানি খুব সীমিত। পানি ব্যবস্থাপনায় নারীর বিষয়টি খুবই গুরুত্ব দিতে হবে। এ প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে, নদী ও পানির অধিকার রক্ষা বাংলাদেশের জনঅংশগ্রহণ নিশ্চিতসহ নদী ও পানির অধিকার রক্ষায় সঠিক দিকনির্দেশনা তৈরি করার জন্য এ্যাকশন এইড বাংলাদেশ আয়োজন করেছে ওয়াটার ডেমোক্রেসি বা জল ও জনতন্ত্র সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে প্রথম দিনে সভাপতিত্ব করেন এ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। আলোচনা করেন ইনস্টিটিউট অব ওয়াটার এ্যান্ড এনভাইরমেন্ট’র চেয়ারম্যান ইনামুল হক, এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর নজরুল ইসলাম, হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক ড. নুরুল আলম প্রমুখ।
×