ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুরে ব্যবসায়ী হত্যায় চারজনের ফাঁসি

প্রকাশিত: ০৫:৫২, ২৬ জানুয়ারি ২০১৭

রংপুরে ব্যবসায়ী হত্যায় চারজনের ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৫ জানুয়ারি ॥ পীরগাছা উপজেলার ব্যবসায়ী চুন্নু মিয়া হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর কামরুজ্জামান এ রায় দেন। ফাঁসিরদণ্ডপ্রাপ্তরা হলেন, পীরগাছা উপজেলার মহিষমারী গ্রামের সিরাজুল ইসলাম (৪০), একই উপজেলার জুয়েল, সুমন ও বগুড়ার মাটিঢালী এলাকার শাহীন। মামলায় বগুড়ার মাটিঢালী এলাকার আলম নামে অপর আসামির তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় অন্যরা পলাতক থাকলেও মৃত্যুদ-প্রাপ্ত সিরাজুল আদালতে উপস্থিত ছিলেন। জানা যায়, ২০১২ সালের ২৩ আগস্ট কুপিয়ে হত্যা করে চুন্নু মিয়াকে। বগুড়ায় দুইজন স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, কাহালু উপজেলায় স্কুলছাত্র নাঈমুর ইসলাম নাঈম হত্যা মামলায় ২ জনের মৃত্যুদ- ও একজনের ৭ বছরের সশ্রম কারাদ-াদেশ দেয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বুধবার এই রায় ঘোষণা করেন। এই হত্যা মামলায় দ-াদেশপ্রাপ্তদের জরিমানাও করা হয়। ফাঁসির দ-াদেশপ্রাপ্তরা হলো- কাহালুর উলট্ট গ্রামের জাকারিয়া ও ডালিম। এছাড়া ৭ বছরের সশ্রম কারাদ-াদেশপ্রাপ্ত হলো আব্দুল মতিন ওরফে মতি। নাঈমকে অপহরণের পর নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। লক্ষ্মীপুরে দুইজনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জনান, গৃহবধূ ফেরদৌসি আক্তারকে হত্যার দায়ে স্বামী ওসমান ও বোনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালাত। বুধবার বিকেলে বিচারক ড. একেএম আবুল কাশেম আসামিদের বিরুদ্ধে এ রায় দেন। একই সময় স্বামী ওসমানকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আর দু’বছর আর তার শ্যালিকা নিহতের বোন তাসলিমাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদয়ে ৬ মাসের কারাদা- দেন। চবি চারুকলা প্রদর্শনীতে শিল্পের ছোঁয়া চবি সংবাদদাতা ॥ সুন্দর সাজানো কক্ষ। তাতে বাম পাশে একটি চেয়ার। তার ওপরে শোকেস। শোকেসে সাজানো কয়েক ধরনের গাড়ি। আর এসবের ডানে দাঁড়িয়ে আছে এক রমণী। পরনে গাউন। আর এ সবকিছু মিলিয়ে সুন্দর পরিপাটি কক্ষ। যেখানে রমণীর পোশাক, চেয়ার, শোকেস সবকিছুই তৈরি অব্যবহৃত পরিত্যক্ত জিনিস দিয়ে। গাউনটি তৈরি হয়েছে পেপার বা খবরের কাগজ দিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বার্ষিক প্রদর্শনীর শিল্পকর্মের চিত্র এটি। ফেলে দেয়া পুরাতন জিনিস দিয়ে তৈরি এই শিল্পকর্মটির নাম দেয়া হয়েছে ‘রিসাইক্লিং পেপারস গাউন’। শিল্পকর্মটির শিল্পী চবি চারুকলা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন নয়ন। তার এই শিল্পকর্মটি চার দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী-২০১৫ তে এ্যাপ্লাইড আর্ট বিভাগ থেকে প্রথম পুরস্কার পেয়েছে। এ বছর চারুকলা ইনস্টিটিউটের বর্ষসেরা শিক্ষার্থী হয়েছেন শফিকুল ইসলাম সনেট। এছাড়া প্রতিযোগিতায় সকল শাখা মিলে এবারের শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে শিল্পাচার্য জয়নুল আবেদীন পুরস্কার লাভ করেছেন মোজাহিদুর রহমান।
×