ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফুটপাথে হকার উচ্ছেদ

আইনী দিক খতিয়ে দেখতে মেয়রদের অনুরোধ জানালেন বাদল

প্রকাশিত: ০৮:০৯, ২৫ জানুয়ারি ২০১৭

আইনী দিক খতিয়ে দেখতে মেয়রদের অনুরোধ জানালেন বাদল

সংসদ রিপোর্টার ॥ ফুটপাথের হকার উচ্ছেদের আগে মেয়রদের আইনী দিকগুলো খতিয়ে দেখার অনুরোধ করলেন জাসদের সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল। তিনি বলেছেন, হকার উচ্ছেদর এই ধরনের আচরণ ঘুরে ফিরে সংসদ সদস্য ও সরকারের মাথার ওপর এসে পড়বে। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, কয়েকদিন ধরে দেখছি ঢাকা শহর কর্তৃপক্ষের সঙ্গে হকারদের একটা বিরোধ চলছে। হকাররা চোখের সামনে দেখছে বুলডোজারে তাদের জীবন-জীবিকা ধ্বংস করছে। জাসদ একাংশের এই নেতা আরও বলেন, অনেকে বলছে হকারদের কারণে রাস্তায় জ্যাম হচ্ছে। এসময় উদাহরণ হিসেবে কুড়িল ফ্লাইওভারের ওপর জ্যামের কথা তুলে ধরে বলেন, সেখানে তো হকার থাকে না, তাহলে জ্যাম কেন? আসলে জ্যাম হচ্ছে প্রচ- গাড়ির চাপে। তিনি বলেন, হঠাৎ করে ঢাকা শহরকে উন্নত শহর বানানোর একটা প্রতিজ্ঞা নিয়ে মেয়ররা এগিয়ে চলছেন। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে পুনর্বাসন না করে কাউকে উচ্ছেদ করা যাবে না। ঢাকা শহরের জ্যাম অর্থনৈতিক উন্নয়নের চিত্র বলে উল্লেখ করে বলেন, ঢাকা শহরের জ্যাম নিয়ে অনেকেই অনেক কথা বলেন। তবে একজন প্রথিতযশা বিদেশী অর্থনীতিবিদ বাংলাদেশের জ্যাম সম্পর্কে বলেছেন, বাংলাদেশের জ্যাম অর্থনীতির দ্রুতগতির লক্ষণ। এখানে যতদ্রুত রাস্তা সংস্কার হচ্ছে, তার চাইতে বেশি গতিতে অর্থনীতি এগিয়ে যাচ্ছে, যার ফলে গাড়ি বাড়ছে জ্যাম হচ্ছে।
×