ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘জাপানে ফিরে বলব, বাংলাদেশ নিরাপদ দেশ’

প্রকাশিত: ০৯:০৩, ২৪ জানুয়ারি ২০১৭

‘জাপানে ফিরে বলব, বাংলাদেশ নিরাপদ দেশ’

বিডিনিউজ ॥ সাত মাস আগে ঢাকায় জঙ্গী হামলায় সাত স্বদেশীকে হারানোর বেদনা সঙ্গী করেই বাংলাদেশের প্রকৃতি আর মানুষ নিয়ে নিজেদের মুগ্ধতা ছড়িয়ে গেলেন ১৮ জাপানী; নিরাপত্তা নিয়েও সন্তুষ্টির কথা বললেন তারা। ইয়াৎসু ইয়াশিতা বললেন, এবার ফিরে গিয়ে জাপানীদের বলব, বাংলাদেশ এখন একটা নিরাপদ দেশ। সবাই নিশ্চিন্তে বাংলাদেশে ঘুরতে আসতে পারে। ৩০ বছর আগে বাংলাদেশে ঘুরতে এসেছিলেন ইয়াশিতা। এবার আরও ১৭ জাপানীর সঙ্গে বাংলাদেশে এলেন ইয়াশিতা। মঙ্গলবার সকালে ঢাকা ছাড়ার আগে সোমবার রাতে পর্যটনমন্ত্রীর দেয়া এক নৈশভোজে অংশ নেন এই জাপানীরা। পর্যটন কর্পোরেশনের হোটেল অবকাশে এই নৈশভোজে তারা সফরের অভিজ্ঞতাও তুলে ধরেন। এই পর্যটকদের মধ্যে সবচেয়ে কম ২১ বছর বয়সী তোতোমো সাহাহারা বাংলাদেশের মানুষের মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্য ও স্বপ্ন দেখতে পান।
×