ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শহীদ আলমগীর এবার ‘লালু সরদার’

প্রকাশিত: ০৪:১৫, ২৪ জানুয়ারি ২০১৭

শহীদ আলমগীর এবার ‘লালু সরদার’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘লালু সরদার’। মমর রুবেল রচিত নাটকটি পরিচালনা করেছেন বর্ণনাথ। নাটলের নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রতিশ্রুতিশীল অভিনেতা শহীদ আলমগীর। আরও আছেন সানজিদা তন্ময়, ইশরাত জাহান চৈতি, সুমী, অবিদ রেহান, জয়রাজ, নয়ন, কল্লোল, ম আ সালাম, আশরাফ কবীর প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে কালু সরদারের একমাত্র পুত্র সন্তান লালু সরদার। কালু সরদারের ইচ্ছা ছিল না, তার পুত্র তার মতই হোক। তিনি কখনই চাননি তার ছেলে তার মতো বাপ দাদার বংশের উপাধি ত্যাগ করে ডাকাত উপাধি গ্রহণ করুক। কালু ছিলেন ডাকাত দলের সদস্য আর লালু সরদার নামটা ঠিকই রাখল তবে তার লালু নামটা মুছে সেখানে এসে ডাকাত এসে স্থান নিল। লালু সরদার মানেই একটা ইয়াং ডাকাত গ্রুপের সরদার। লালু তার বাপ দাদার উপাধি ঠিক রেখে এই অহংকারে হলেন বাড়ি থেকে বের করে দিলেন। বাড়ির পাশেই এলাকার মাতব্বরদের মাতাব্বরিতে এক টুকরো জমি পেল লালু। তাতেই দুইটা ঘর তুলে বসবাস করছে সে ও তার স্ত্রী ময়না। লালুর বাড়ির উঠানেই শোভা পায় লাল রঙের মোটরসাইকেল লাল শাড়ি পরা লাল পরি মহুয়া। ডাকাত সরদার হওয়ার আর একটা লাভ হচ্ছে মহুয়া। মহুয়াকে দেখে পাগল হলো লালু সরদার। নিজ গ্রাম ছেড়ে অন্যের গ্রামে পড়ে থাকে। তার এই পড়ে থাকা ব্যর্থ হলো না। মহুয়া তার হৃদয়ের আকুলতা বুঝতে পেরে হৃদয় দানে কোন কার্পণ্য করেনি। কিন্তু মহুয়ার বাপ বিষয়টি জানতে পেরে মহুয়াকে বিয়ে দেয়ার পাঁয়তারা করছিল। কালু সরদার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। মহুয়ার বাবা সিনেমার বাবাদের মতো মেয়েকে টুকরো টুকরো করে কেটে জলে ভাসিয়ে দিবেন কিন্তু ডাকাতের সঙ্গে আত্মীয়তা করবেন না। মহুয়া আজ তার ঘরে বধূ রূপে সে তো তিনি ডাকতে সরদার বলেই। মহুয়াও জান লালু ডাকাত ছিল বলেই সে তার ভালবাসার মানুষ এর সঙ্গে সুখে দিন কাটাতে পারছে। সুতরাং স্বামীর এই পোশাকে ঘৃনা করবে তো প্রশ্নই ওঠে না। তাছাড়া তার স্বামী যে ডাকাত তার কোন প্রমাণ আছে। তবে প্রতিদিন খাবার নিয়ে শ্বশুরের কাছে গেল শ্বশুর কালু সরদার কে ডাকাত থেকে ফিরিয়ে আনা যায় তার পরামর্শ দেয়। পাশের গ্রামের মতি, মনোয়ার দুই ভাই আছে লালুর দলে।
×