ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়া শজিমেক হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ জানুয়ারি ২০১৭

বগুড়া শজিমেক হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোগমুক্ত সুস্থ নাগরিকের দেশ গড়ার যে অঙ্গীকার করেছেন, তারই আলোকে দেশের স্বাস্থ্যসেবার সকল উন্নয়ন করা হচ্ছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালকে উত্তরবঙ্গের দুস্থ মানুষের চিকিৎসার সকল সেবার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সেখানে স্থাপিত হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। এর আগে কিডনি ডায়ালাইসিস মেশিন চালু করা হয়েছে। কিডনি রোগীরা যাতে পর্যাপ্ত ডায়ালাইসিস সেবা পায় সেজন্য আরও ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী রবিবার দুপুরে বগুড়া শজিমেক হাসপাতালের আধুনিক নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, হাসপাতালের সকল অসুবিধা দূর করে বহুতল অবকাঠামো বাড়ানো হবে। আইসিইউ উদ্বোধন শেষে মন্ত্রী প্রেস ব্রিফিংয়ে জানান, বর্তমানের ছয় শয্যার আইসিইউ শীঘ্রই ১০ শয্যায় উন্নীত করা হবে। উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ যাতে এ হাসপাতালে সর্বজনীন স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে সব ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, ২০০৬ সালের আগস্টে হাসপাতাল প্রতিষ্ঠার পর প্রায় ১১ বছর পর আইসিইউ বিভাগ চালু করা হলো। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন সকল চিকিৎসক ও নার্স যেন মায়ের মমতা দিয়ে রোগীদের সেবা করেন। চিকিৎসকের পাশাপাশি নার্সের সংখ্যাও বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথমবারের মতো একসঙ্গে ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। মন্ত্রী শজিমেক হাসপাতালে পৌঁছলে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাসুদ আহসান, শজিমেকের অধ্যক্ষ ডাঃ একেএম আহসান হাবিব, উপাধ্যক্ষ ডাঃ মোঃ রেজাউল আলম জুয়েল, বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নুসহ চিকিৎসক ও কর্মকর্তাগণ ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান। পরে পরিচালক স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালের চালু বিভাগগুলো সম্পর্কে বিশদ বর্ণনা দেন। এরপর হাসপাতালের কনফারেন্সরুমে মন্ত্রী রাজশাহী বিভাগের আট জেলার সিভিল সার্জন ও শজিমেক হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এর আগে তিনি সকালে বগুড়া ডায়াবেটিক সমিতি পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বগুড়া সফর শেষে রংপুর যাওয়ার পথে তিনি বগুড়া শহরতলীর মাটিডালী এলাকায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
×