ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খেলাপিঋণ হ্রাসে সুনির্দিস্ট মতামত চেয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০২:২৪, ২২ জানুয়ারি ২০১৭

খেলাপিঋণ হ্রাসে সুনির্দিস্ট মতামত চেয়েছে বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ খেলাপি ঋণ হ্রাসে সুনির্দিস্ট মতামত ও কর্মপন্থা দিতে হবে ব্যাংকগুলোকে। রবিবার সরকারি বেসরকারি ৮ ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খেলাপিঋণ কমিয়ে আনার কৌশল হিসেবে ব্যাংকগুলোর সাথে পরীক্ষামূলক এই বৈঠকের আয়োজন করে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের বিশেষ স্টাডিস সেল। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত। জানা গেছে, ব্যাংকিং খাতে প্রতি প্রান্তিকেই বাড়ছে খেলাপিঋণ। বর্তমানে এক তৃতীয়াংশ ব্যাংকের খেলাপিঋণের হার অস্বাভাবিক মাত্রায় রয়েছে। এ তালিকায় সরকারি, বেসরকারি ও বিদেশী সব খাতেরই ব্যাংকই রয়েছে। এসব ব্যাংকের কারণেই সার্বিক খেলাপিঋণের হার দুই অঙ্কেরও বেশি রয়েছে। যা নিয়ে সর্বমহলেই দুশ্চিন্তা বাড়ছে। এজন্য খেলাপিঋণের লাগাম টানার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের অংশ হিসেবে রোববার সরকারি ও বেসরকারি খাতের ৮টি ব্যাংকের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক।
×