ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ বেলায় সাকিব দ্যুতি

প্রকাশিত: ০৪:১০, ২২ জানুয়ারি ২০১৭

শেষ বেলায় সাকিব  দ্যুতি

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয়দিনে নিজের শেষ ৯ বলে ৩ উইকেট নিয়ে নিলেন। শেষ বেলায় দ্যুতি ছড়ালেন সাকিব আল হাসান। আর তাতেই দ্বিতীয় দিনটি নিজেদের করে নিল বাংলাদেশ। শুরু থেকে তৃতীয় সেশনের অর্ধেকটা সময় পর্যন্তও নিউজিল্যান্ডের একচ্ছত্র আধিপত্য ছিল। সাকিবের দ্বিতীয় স্পেলেই সেই আধিপত্য দিনের শেষ বেলায় বাংলাদেশের হাতে চলে আসল। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৮৯ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে ২৫২ রান করে ফেলেছিল নিউজিল্যান্ড। মুহূর্তেই ২৫৬ রানে ৭ উইকেটের পতন ঘটে যায়। ২৫২ থেকে ২৫৬ রান পর্যন্ত ৪ রানেই তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। সাকিব তিনটি উইকেটই তুলে নেন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ৭১ ওভারে ২৬০ রান করতেই বৃষ্টির জন্য দিন শেষ হয়ে যায়। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫৯ রান করার পর বল হাতেও দ্বিতীয়দিনে ঝলক দেখান সাকিব। পেসারদের দাপট যখন কমতে শুরু করে, তখন সাকিব স্পিন ঘূর্ণিতে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের কাঁপিয়ে দেন। ৭ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এখনও নিউজিল্যান্ডের ৩ উইকেট হাতে আছে। সাকিবের আরও উইকেট পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিবের এক ইনিংসে ৭ উইকেট পাওয়ার রেকর্ডও আছে। ২০০৮ সালে চট্টগ্রামে হওয়া টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন। তবে সেটি ছিল দেশের মাটিতে। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই সাকিবের সেরা বোলিং। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে কোন বাংলাদেশী স্পিনারেরও এখন পর্যন্ত এটি সেরা বোলিং। এরআগে ওয়েলিংটনে হওয়া প্রথম টেস্টে মাহমুদুল্লাহ রিয়াদ যে ১৫ রানে ২ উইকেট নিয়েছিলেন, সেটিই বাংলাদেশী কোন স্পিনারের নিউজিল্যান্ডের মাটিতে এক ইনিংসে সেরা বোলিং ছিল। সাকিব নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে প্রথম স্পেলে ৪ ওভার বল করেছিলেন। ২৪ রান দিয়ে কোন উইকেট নিতে পারেননি। দলের ৬৭তম ওভারের সময় ৩০ ওভার পর নিজের পঞ্চম ওভারে বল করতে এসেই নতুন রূপে ধরা দিলেন। যখন নিউজিল্যান্ডের উইকেট পড়ছে না, ১৭৭ রানে ৪ উইকেট পতনের পর আর কোন উইকেট বাংলাদেশ বোলাররা তুলে নিতে পারছেন না; তখন বল হাতে তুলে নিলেন সাকিব। তাতেই করলেন বাজিমাত। ৬৭তম ওভারের চতুর্থ বলে স্যান্টনারকে সাজঘরে ফিরিয়ে পঞ্চম উইকেটে নিকোলস ও স্যান্টনারের ৭৫ রানের জুটি ভাঙ্গেন। এরপর নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে চার রান যোগ হতেই নিজের ষষ্ঠ ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে ওয়াটলিং ও গ্র্যান্ডহোমকে আউট করে দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণে ফেরান। সাকিবের এমন দুর্দান্ত বোলিংয়ে খুশি বাংলাদেশ পেসার তাসকিন আহমেদও। সাকিবের কাছ থেকে এমনই প্রত্যাশা করেন বলেও জানিয়েছেন। বলেছেন, ‘এটা (সাকিবের উইকেট নেয়া) আমাদের জন্য অনেক বড় উপকার হয়েছে। সাকিব দারুণ বোলিং করেছেন। তার তিন উইকেট মোমেন্টাম পরিবর্তন করে আমাদের দিকে নিয়ে এসেছে। তিনি বাংলাদেশের অন্যতম সেরা বোলার। কোন সন্দেহ নেই, তিনি ক্রিকেটেরই অন্যতম সেরা বোলার। তিনি যে কোন কিছু করে ফেলতে পারেন। তিনি অভিজ্ঞতায় পরিপূর্ণ।’
×