ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এরশাদের সুস্বাস্থ্য কামনা

রাষ্ট্রপতির সংলাপ নিয়ে আশাবাদী জাপা ॥ জিএম কাদের

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ জানুয়ারি ২০১৭

রাষ্ট্রপতির সংলাপ নিয়ে আশাবাদী জাপা ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের মধ্য দিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান জিএম কাদের। বুধবার বিকেলে জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল পূর্ব আলোচনাসভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেন, জাতীয় পার্টি বিশ্বাস করে যে উদ্দেশ্য সামনে রেখে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সংলাপ করছেন তা একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে সফলতা লাভ করবে। যে ইসির অধীনে একাদশ সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংলাপ করুক- রাষ্ট্রপতির এই আহ্বানকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতির পাশাপাশি সরকারকেও এ ব্যাপারে আরও উদ্যোগী ও সচেষ্ট ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সাবেক এই মন্ত্রী বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা হোক আমরা তাই চাই। জাতীয় পার্টি সুশাসনে বিশ্বাস করে। তাই তারা গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের দাবি-দাওয়া রাষ্ট্রপতির কাছে জানিয়ে এসেছি। আশা করি, দেশের স্বার্থে তিনি ইতিবাচক পদক্ষেপ নেবেন। দোয়া মাহফিল পূর্ব আলোচনাসভায় ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, হাজী সাইফুদ্দিন মিলন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান খান, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, জাপা নেতা মনিরুল ইসলাম মিলন, মোস্তফা কামাল, বেলাল হোসেন, সেরনিয়াবাত সেকেন্দার আলী, সুজন দে, মিয়া আলমগীর, মাহবুবুর রহমান খসরু প্রমুখ।
×