ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি গঠিত নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন ॥ মতিয়া

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ জানুয়ারি ২০১৭

রাষ্ট্রপতি গঠিত নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন ॥ মতিয়া

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৮ জানুয়ারি ॥ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগসহ নিবন্ধনকৃত সব রাজনৈতিক দলের সংলাপ সফল এবং রাষ্ট্রপতির প্রতি সবারই আস্থা প্রতিষ্ঠিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, রাষ্ট্রপতি যে কমিশন গঠন করবেন সবার সঙ্গে আওয়ামী লীগও তা মেনে নেবে। সেই সঙ্গে তার গঠিত ওই কমিশনের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি ১৮ জানুয়ারি বুধবার দুপুরে তার নির্বাচনী এলাকায় ৩ দিনব্যাপী সফরের শেষ দিনে নালিতাবাড়ীর গোঁজাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও আর্থিক প্রণোদনা প্রদানকালে ওইসব কথা বলেন। বিএনপির পুনঃসংলাপ দাবির প্রসঙ্গ উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, এখন বিএনপি নির্বাচন নিয়ে কথা বলতে চায়। কিন্তু কি কারণে আপনাদের সঙ্গে কথা বলতে হবে? তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, আপনি জাতীয় নির্বাচনে তো আসলেন না। আপনি তো মাছ খান না, মাছের ঝোল খান। আপনি জাতীয় নির্বাচন করলেন না, কিন্তু আপনি উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন করলেন। কৃষিমন্ত্রী বলেন, এখন বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে। আগামী ২০২১ এর আগে আমাদের দেশ মধ্যবিত্তে পরিণত হবে। আমাদের যে উন্নতি হয়েছে এটা শুধু আমরা বলি তা নয়। আমাদের প্রধানমন্ত্রী যে সুইজারল্যান্ড গেছেন, সেখানে কিন্তু গরিব দেশরা দাওয়াত পায় না। যারা মোটামুটি উন্নতি করছে এবং একটি জায়গায় পৌঁছেছে তারাই ওইখানে দাওয়াত পায়। লেখাপড়া, ব্যবসা-বাণিজ্যসহ সবকিছুতেই আমাদের দেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন আমরা শুধু কৃষির জন্য পদক পাই না, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে শুধু স্বয়ংসম্পূর্ণ না আমরা। খাদ্যে কিছু উদ্বৃত্ত করেছি, তাই ভূমিকম্পে, শ্রীলঙ্কার বন্যার সময় আমরা নেপালে খাদ্য সহায়তা পাঠিয়েছি। তাই আপনারা এটা বলতে পারেন বাংলাদেশে মানুষ খেয়ে-পড়ে সুখে আছে। তবে অসুখে আছে একজন, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তার মনে সুখ নেই। তিনি ৯২ দিন মানুষ পোড়াইছেন। কোলের বাচ্চা পোড়াইছেন, জঙ্গীদের মদদ দিচ্ছেন, বাংলা ভাই, জেএমবি ও আইএসের জন্ম দিয়েছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী সবার প্রতি প্রশ্ন রেখে বলেন, আজকে সেনা বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, সবই কি সুন্দর-সুশৃঙ্খলভাবে উনি (শেখ হাসিনা) প্রতিষ্ঠা করেননি? আমাদের কোনদিন সাবমেরিন ছিল? ছিল না। শেখ হাসিনা আনছেন। আমাদের এতগুলো ফাইটার ছিল? ছিল না। শেখ হাসিনা আনছেন। আমাদের এতগুলো ভাল ভাল ট্যাঙ্ক ছিল? ছিল না। শেখ হাসিনা ক্রয় করছেন। আজকে কয়েকটা ডিভিশন তিনি নতুন করে করছেন। এ দেশে সরকারী চাকুরেদের বেতন একশ তেইশ পার্সেন্ট বাড়ানো- এটা ইতিহাসে রেকর্ড। কেউ পারেনি, শেখ হাসিনা পেরেছেন। শেখ হাসিনার হাতে বাংলাদেশ আছে, তাই আমরা বুইঝা উঠতে পারি না। যতদিন শেখ হাসিনার হাতে আছে দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ। এদিন মন্ত্রী উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল ও নগদ টাকা প্রণোদনা হিসেবে প্রদান করেন। ওই সময় মন্ত্রীর সঙ্গে শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদার, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামালসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×