ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলি-যাদবের শতকে জিতল ভারত

প্রকাশিত: ০৯:০০, ১৬ জানুয়ারি ২০১৭

কোহলি-যাদবের শতকে জিতল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে নেতৃত্বের শুরুটা কী দুর্দান্তভাবেই না করলেন বিরাট কোহলি। নিজে করলেন শতক। ১২২ রানের ইনিংস খেললেন। ক্যারিয়ারের ২৭তম ওয়ানডে শতক করলেন। আবার দলও ইংল্যান্ডের ছুড়ে দেয়া বিশাল রান টপকে ৩ উইকেটের জয় তুলে নিল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচনাটাও হলো দারুণ। সেই সঙ্গে কেদার যাদবও নতুন নেতাকে দেখিয়ে দিলেন যোগ্য সঙ্গ দিতে প্রস্তুত। তিনিও শতক করলেন। ১২০ রান করলেন। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় শতক তুলে নিলেন। পঞ্চম উইকেটে কোহলি-যাদবের ২০০ রানের রেকর্ড জুটিতে ওয়ানডেতে উড়ন্ত সূচনাই হলো ভারতের। মহেন্দ্র সিং ধোনি নির্ধারিত ওভারের নেতৃত্ব ছাড়ার পর স্বাভাবিকভাবেই কোহলির ঘাড়ে সেই দায়ভার পড়ে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই কোহলির ওয়ানডেতে নেতৃত্ব দেয়া শুরু হয়। প্রথম ওয়ানডেতেই কী দারুণ নৈপুণ্য দেখিয়ে দিলেন কোহলি ও তার দল। পুনেতে টস জিতে ফিল্ডিং করে ভারত। সুযোগটি ইংল্যান্ড ভালভাবেই কাজে লাগায়। জো রুটের ৭৮, ওপেনার জেসন রয়ের ৭৩, বেন স্টোকসের ৬২ রানে ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৫০ রান করে ইংল্যান্ড। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ৪৮.১ ওভারে ৩৫৬ রান করে জিতে যায় ভারত। এত বিশাল রান। এরপরও সহজ জয়ই তুলে নেয় ভারত। কিভাবে? কোহলি ও যাদব যে অসাধারণ ব্যাটিং করেন। ৬৩ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর যে কোহলি ও যাদব মিলে জুটি গড়তে শুরু করেন, তা থামে ২৬৩ রানে গিয়ে। দুইজন মিলে পঞ্চম উইকেটে ২০০ রানের জুটি গড়েন। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে ভারতের সেরা জুটি এটি। ১০৫ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১২২ রান করে কোহলি আউট হতেই জুটি ভাঙ্গে। এ জুটিতেই জয়ের আশা ভালভাবেই তৈরি হয়ে যায়। এরপর ২৯১ রানে গিয়ে যখন ৭৬ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১২০ রান করে আউট হন যাদব, ততক্ষণে জয়ের কাছেই চলে যায় ভারত। ৬০ বলে তখন ৬০ রান লাগে। হাতে থাকে ৪ উইকেট। শেষপর্যন্ত আরেকটি উইকেট হারিয়ে হার্দিক পান্ডের অপরাজিত ৪০ ও রবীচন্দ্রন অশ্বিনের অপরাজিত ১৫ রানে ১১ বল আগেই জয় তুলে নেয় ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও যায় কোহলিবাহিনী।
×