ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ছয় মাসে সরকারের ব্যাংক ঋণ কমেছে ১০ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০২:৩১, ১৫ জানুয়ারি ২০১৭

ছয় মাসে সরকারের ব্যাংক ঋণ কমেছে ১০ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাজেট ঘাটতি মেটাতে চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে ৪৩ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ হিসাবে প্রতি মাসে এ খাত থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকারও বেশি। কিন্তু অর্থবছরের ৬ মাস অতিক্রম হলেও এ খাত থেকে উল্লেখযোগ্য কোনো ঋণ করেনি সরকার। বাজেট ঘাটতি পূরণে চলতি ২০১৬-১৭ অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ৪৩ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে দীর্ঘমেয়াদি ঋণ নেয়া হবে ২৮ হাজার কোটি টাকা, আর স্বল্পমেয়াদি ঋণ ১৫ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরের জুন পর্যন্ত সরকারের মোট ব্যাংক ঋণের স্থিতি ছিল ১ লাখ ৮ হাজার ৬৪৮ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই ছয় মাসে সরকারের ব্যাংক ঋণের মোট স্থিতি কমে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪০৯ কোটি টাকা। ফলে এ সময় সরকারের নিট ব্যাংক ঋণের স্থিতি কমেছে ১০ হাজার ২৩৮ কোটি টাকা। প্রতিবেদন অনুযায়ী, গেল অর্থবছরের জুন শেষে বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া সরকারের ব্যাংক ঋণের মোট স্থিতি ছিল ২১ হাজার ৮৭৪ কোটি টাকা, যা ২৯ ডিসেম্বর শেষে কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৩৬ কোটি টাকা। অর্থাৎ এ সময় বাংলাদেশ ব্যাংক থেকে সরকার কোনো ঋণই করেনি। উল্টে আগের নেয়া ঋণের প্রায় ১০ হাজার ১২৩ কোটি টাকা শোধ করেছে।
×