ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর ও ভ্যাট শিক্ষা ছড়িয়ে দেবে এনবিআর

প্রকাশিত: ০৬:০৪, ১৫ জানুয়ারি ২০১৭

কর ও ভ্যাট শিক্ষা ছড়িয়ে দেবে এনবিআর

নতুন করদাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের কর বিষয়ে ধারণা দিতে নব উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ‘কর শিক্ষণ ফোরাম’ ও ‘ভ্যাট শিক্ষণ ফোরাম’এর মাধ্যমে সারাদেশে কর ও ভ্যাট বিষয়ে শিক্ষা ছড়িয়ে দেবে এনবিআর। মঙ্গলবার রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ ও ‘উন্নয়ন মেলা ২০১৭’ উপলক্ষে আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ কথা বলেন। এ আলোচনা সভায় কর ও ভ্যাট শিক্ষণ ফোরাম শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর ও কুইজ প্রতিযোগিতা হয়। এ সময় শিক্ষার্থীরা করের আওতা বাড়ানো, করসেবা অনলাইন ভিত্তিক করা, কর আহরণ ও সারাদেশের মানুষের মধ্যে কর বিষয়ে সচেতনতা তৈরিতে করের বিভিন্ন দিক পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা, প্রচারণা ও করভীতি দূর করতে শিক্ষার্থীদের সহায়তা নেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের কর বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। ভ্যাট অনলাইনের শিক্ষা উপকরণ বিতরণ করাসহ দেশের আগামী দিনের কাণ্ডারি শিক্ষার্থীদের রাজস্ব নিয়ে বিভিন্ন ধরনের ধারণা দেয়া হয়। এর আগে চলতি বছরের আয়কর মেলায় কর শিক্ষণ ফোরাম ও ভ্যাট সপ্তাহে ভ্যাট শিক্ষণ ফোরামে শিক্ষার্থীদের উপস্থিতি, মেলায় অংশগ্রহণ করে বিভিন্ন স্টল ঘুরে কর ও ভ্যাট বিষয়ে জ্ঞান লাভের পর প্রতিযোগিতা আয়োজন করে এনবিআর। রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ ফোরামের কার্যক্রম ব্যাপক সাড়া ফেলে। অর্থনীতি ডেস্ক
×