ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

সুরের ধারার আয়োজনে দুদিনের পৌষ উৎসব

প্রকাশিত: ০৫:৪২, ১৪ জানুয়ারি ২০১৭

সুরের ধারার আয়োজনে দুদিনের পৌষ উৎসব

স্টাফ রিপোর্টার ॥ বাংলার প্রকৃতিতে এখন বইছে শীতের বারতা। শীতল ঋতুটি ঘিরে আবহমান গ্রামবাংলা থেকে শহুরে জীবন পর্যন্ত চলছে নানা আয়োজন। এই ঋতুর প্রথম মাস পৌষের বিদায়লগ্নে শুক্রবার রাজধানীতে শুরু হলো দুদিনের উৎসব। হাড়কাঁপানো মাঘ মাসের বারতা দেয়া পৌষ উৎসবের আয়োজন করে সঙ্গীত সংগঠন সুরের ধারা। আনন্দ-উচ্ছ্বাসে লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এ্যান্ড কলেজ মাঠে সূচনা হওয়া এ উৎসব চলবে আজ শনিবার রাত পর্যন্ত। নৃত্য-গীত, কথন, নাটকসহ বহুমাত্রিক আনুষ্ঠানিকতা যুক্ত হয়ে এ আয়োজন। শুক্রবার সকালে যেন গ্রামীণমেলার দেখা মেলে লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এ্যান্ড কলেজের উন্মুক্ত আঙিনায়। নগরদোলায় চড়ে যখন আনন্দে মেতেছে শিশুরা তখন মঞ্চে এসে হাজির হন সুরের ধারার পরিচালক প্রখ্যাত কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। কণ্ঠে তুলে নেন জাতীয় সঙ্গীত। আর তাঁর সঙ্গে সুর মিলি একঝাঁক শিশু শিল্পী গেয়ে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। জাতীয় সঙ্গীত পরিবেশনের উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসব সম্পর্কে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, গ্রাম আর শহরের মধ্যকার যে যোজন যোজন দূরত্ব ছিল তা যোগাযোগ ব্যবস্থার উন্নতি আর প্রযুক্তির বদৌলতে কমে গেছে। গ্রাম আর শহর মিলেমিশে একাকার হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা, অসহনশীলতার হাওয়া আমাদের সংষ্কৃতিকে লেগেছে। এটাকে ঠেকাতে সাংস্কৃতিক কর্মকা- বৃদ্ধি করতে হবে। বড়দের পাশাপাশি ছোটদেরও এর সঙ্গে যুক্ত করতে হবে। তাহলেই আমাদের এ ধরনের আয়োজন পূর্ণাঙ্গ সাফল্য পাবে। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে সুরে সুর মিলিয়ে সুরের ধারার শিশু শিল্পীরা গেয়ে শোনান ‘ফিরে চল মাটির টানে’ ও ‘মাটি তোদের ডাক দিয়েছে’ গান দুটি। আরও ছিল মুন্সীগঞ্জের সন দেবের পরিবেশনার লোকজ যন্ত্রসঙ্গীত। এরপর সবার জন্য উন্মুক্ত হয় উৎসব উপলক্ষে আয়োজিত মেলা। যার ১১টি স্টলে পাওয়া যাচ্ছে শীতের হরেক রকম আর স্বাদের পিঠা। এসব পিঠার স্বাদ আস্বাদনে ছিল উপস্থিত সকলের ভিড়। আর মাঠের কোণে থাকা বায়োস্কোপে চোখ রেখেছিল বাচ্চারা। তাদের সঙ্গে নিজের শৈশব ফিরে পেতে অভিভাবকরাও নজর রাখেন। ভিড় ছিল নাগরদোলা আর চড়কিতে উঠতেও। সকালের পর বিকেল থেকে রাত অবদি ছিল দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক আয়োজন। এতে সঙ্গীত পরিবেশন করে সুরের ধারার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা। শুরুতেই সুরের ধারার শিশু বিভাগের খুদে শিল্পীদের কণ্ঠে শোনা যায় ‘পৌষ তোদের ডাক দিয়েছে’ ও ‘শীতের হাওয়া লাগলো’। সুরের ধারা কলেজ অব মিউজিকের শিক্ষার্থীরা গেয়ে শোনান ‘এলো যে শীতের বেলা’, ‘হে পরমগুরু’, ‘হলুদ বসন্ত’ ও ‘আয়রে মোরা ফসল কাটি’। সুরের ধারার সাধারণ বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের কণ্ঠে ছিল কবিগুরুর বাউল ঘরানার গান। তাদের কণ্ঠে গীত হয় ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ ও ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’। সন্ধ্যার এ আয়োজনের মঞ্চ থেকে সংগঠনের পরিচালক রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনের কেক কাটা হয়। এ সময় তিনি সুরের ধারা ও নিজের সঙ্গীত জীবন নিয়ে ‘সুরের ধারা পারিবারিক আচার’ শিরোনামে উপস্থিত দর্শকশ্রোতার সঙ্গে আলাপচারিতা মেতে উঠেন। সুরের ধারার শিশু বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করে নাটক ‘হিংসুটে দৈত্য’। কিশোরগঞ্জের খ্যাতনাম পালাকার ইসলাম উদ্দীন ও তার দলের পরিবেশনায় ‘কমলারানীর সাগরদীঘি’ পালা পরিবেশনের মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজন শেষ হয়। আজ শনিবার সকাল থেকে মেলা উন্মুক্ত থাকবে সকলের জন্য। আর বিকেল তিনটায় শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনায়। সুরের ধারার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি মঞ্চস্থ হবে সুবচন নাট্য সংসদের নাটক ‘মহাজনের নাও’। আর থাকছে নানা আয়োজন। আবুল মনসুরের ‘শিল্পকথা শিল্পীকথা’ গ্রন্থের প্রকাশনা ॥ প্রকাশিত হলো আবুল মনসুর রচিত শিল্পবিষয়ক গ্রন্থ ‘শিল্পকথা শিল্পীকথা’। গত চার দশকের দেশের শিল্প-ভুবনের নানা তথ্য মেলে ধরা বইটি প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বরেণ্য শিল্পী রফিকুন নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, শিল্প-সমালোচক মঈনুদ্দিন খালেদ। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। চলচ্চিত্র উৎসবে ‘চলচ্চিত্রে নারী’ শীর্ষক সম্মেলন ॥ একসঙ্গে রাজধানীর ছয় ভেন্যুতে চলছে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ সেøাগানে চলমান উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার ‘চলচ্চিত্রে নারী’ শীর্ষক সম্মেলন শুরু হয়। রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেসে এ সম্মেলন উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী বলেন, এ আয়োজনে অসংখ্য মেয়েদের দেখে আমি উল্লসিত। চলচ্চিত্রে নারীদের দেখানোর বিষয়বস্তুর উন্নয়ন করতে হবে। সম্মেলনে তুর্কী চলচ্চিত্র সমালোচক এ্যালিন তাসকিন বলেন, এখানে এত নারী চলচ্চিত্র নির্মাতা ও কর্মী দেখে আমি আপ্লুত। সত্যিই পৃথিবীতে নারীর পদাঙ্ক এখন পুরুষের সমান। নারীরা বিশ্ব পরিবর্তনে এখন পুরুষের সঙ্গে সমানতালে এগিয়ে যাবে। আজ শনিবার সম্মেলনের শেষ দিনে উপস্থিত থাকবেন ব্রিটেনের চলচ্চিত্র অভিনেত্রী ক্লোয়ার হুইসেল, ড. ফাহমিদা ইয়াসমিন, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মহুয়া চক্রবর্তী, চলচ্চিত্র সমালোচক ফাহমিদুল হক প্রমুখ। আগামী ২০ জানুয়ারি শেষ হবে এ উৎসব। চলচ্চিত্রের সঙ্গে বোঝাপড়া গ্রন্থের প্রকাশনা ॥ চলচ্চিত্র নির্মাতা, লেখক ও চলচ্চিত্র সংগঠক বেলায়াত হোসেন মামুন রচিত চলচ্চিত্রগ্রন্থ ‘চলচ্চিত্রের সঙ্গে বোঝাপড়া’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো শুক্রবার। শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত প্রকশনা উৎসবে অতিথি ছিলেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, কথাসাহিত্যিক আহমাদ মাযহার, চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক এবং গ্রন্থটির প্রকাশনা সংস্থা কথাপ্রকাশের স্বত্বাধিকারী জসিম উদ্দিন। সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু আজ ॥ আজ শনিবার থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হচ্ছে। এবারের মেলার আকর্ষণ হচ্ছে গ্রামীণ লোকজ সংস্কৃতির অন্যতম মাধ্যম ‘মৃৎশিল্পের প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার মেলাবন্ধন’ শিরোনামে প্রদর্শনী। প্রদর্শনীতে দেশের বিভিন্ন অঞ্চলের মৃৎশিল্পের প্রথিতযশা ৮ জন কাঁথা শিল্পী এ প্রদর্শনীতে অংশ নেবেন। আজ বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ঢাকায় চীনা সাংস্কৃতিক দলের পরিবেশনা কাল ॥ গত বছর চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বাংলাদেশ সফরকালে স্বাক্ষরিত ‘২০১৭ : বন্ধুত্ব ও বিনিময়ের বছর’র সাংবাৎসরিক কার্যক্রমের প্রথম সাংস্কৃতিক কর্মসূচী অনুষ্ঠিত হবে কাল। যার অংশ হিসেবে ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে ৩৫ সদস্যের চীনা দলটি। এ দলটি রবি ও সোমবার পরপর দুদিন রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পরিবেশনায় অংশ নেবে। তাদের পরিবেশনার মধ্য থাকবে এ্যাক্রোবেটিক শো, কুংফু, নাচ ও গান। এর সঙ্গে শিল্পকলা একাডেমির একটি দলও পরিবেশনা করবে। সে সঙ্গে বাংলাদেশী শিল্পীরা চীনা ভাষায় সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানান সংস্কৃতি সচিব আক্্তারী মমতাজ। এ সময় আরও বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকাস্থ চীনা দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স তাং সিচাও এবং বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি দেলোয়ার হোসেন।
×