ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে খাবার খেয়ে ৩০ মাদ্রাসা শিক্ষার্থী অসুস্থ

প্রকাশিত: ০৮:৩৮, ১৩ জানুয়ারি ২০১৭

সোনারগাঁয়ে খাবার খেয়ে ৩০ মাদ্রাসা শিক্ষার্থী অসুস্থ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১২ জানুয়ারি ॥ সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসায় বৃহস্পতিবার দুপুরে খাবার খেয়ে ৩০ মাদ্রাসা শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে ৭ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা খাবার খাওয়ার পর পেটব্যথা হলে বমি শুরু করে। তারপর একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষার্থীদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর অসুস্থ ৭ শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদিকে ঘটনার খবর পেয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবায়েত হায়াত শিপলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ ফ ম জাহিদ ইকবালকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত শিপলু জানান, তদন্ত কমিটিকে আগামী রবিবার প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার কারণ জানা যাবে।
×