ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে তাণ্ডব

দত্তবাড়ি মন্দির ভাংচুর মামলায় আঁখি শ্যোন এ্যারেস্ট

প্রকাশিত: ০৫:৪৬, ১৩ জানুয়ারি ২০১৭

দত্তবাড়ি মন্দির ভাংচুর মামলায় আঁখি শ্যোন এ্যারেস্ট

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে হিন্দু বাড়িঘর ও মন্দিরে হামলা এবং ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত হরিপুরের আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে দুটি মন্দির ভাংচুর মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো। নাসিরনগর থানার পুলিশ জানায়, দত্তবাড়ির মন্দির ভাংচুর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ভাংচুর ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নেয়া হয়েছে। এ মামলায় তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হবে। আজ শুক্রবার এ রিমান্ড চাওয়া হতে পারে। এদিকে গৌর মন্দির ভাংচুর মামলায় তার পাঁচদিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ডে অনেক গুরুত্বপূর্র্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশের একটি সূত্র জানায়। ৫ জানুয়ারি ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপর তাকে ডিএমপির সদর দফতরে নিয়ে সিনিয়র কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। উল্লেখ্য, নাসিরনগর তা-বের দিন যেসব লোক এসেছিল তাদের ট্রাকের ভাড়া পরিশোধ করে দেওয়ান আতিকুর রহমান আঁখি। গত ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু বাড়িঘর ও মন্দিরে ভাংচুর এবং পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় আটটি পৃথক মামলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১০৬ জনকে গ্রেফতার করা হয়।
×