ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিডিয়ার কড়া সমালোচনায় রোনাল্ডো

প্রকাশিত: ০৫:৪৮, ১২ জানুয়ারি ২০১৭

মিডিয়ার কড়া সমালোচনায় রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ আগে থেকেই অনুমিত ছিল। লিওনেল মেসি এবং এ্যান্তোনি গ্রিজম্যানকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরার পুরস্কার জিতে সেটাকেই বাস্তবে প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার সংবাদ মাধ্যমের কড়া সমালোচনা করলেন। তার মতে, মিডিয়ার বিরুদ্ধে লড়াই করেই ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার জিততে হয়েছে। এ বিষয়ে সিআর সেভেন বলেন, ‘অনেক সংশয়-সন্দেহ ছিল আমাকে নিয়ে, ফুটবলের ভিতরে কিংবা বাইরে থেকেও আমার বিরুদ্ধে অনেক অভিযান চলেছে। সকল দিক থেকেই তারা আমাকে আঘাত করার চেষ্টা করেছে। কিন্তু দিনশেষে হয়েছে ভালই ভালই। আর সেটাই হলাম আমি। এ কারণেই আমি খুব আনন্দিত।’ ব্যালন ডি’অর জিতেই গত বছরটা শেষ করেছিলেন রোনালদো। নতুন বছর শুরু করলেন ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার এ্যাওয়ার্ড’ জিতে। জুরিখে নতুন রূপে শুরু হওয়া ফিফা বর্ষসেরার ট্রফিটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে তুলে দেন সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো। গত বছর ক্লাব ও দেশের হয়ে মোট চারটি শিরোপা জেতার কারণেই রোনাল্ডো এ ট্রফিটার যোগ্য দাবিদার হয়ে ওঠেন। তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বার্সিলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি তো এদিন ফিফা ফুটবল এ্যাওয়ার্ডসেই যোগ দেননি। আর্জেন্টাইনের পাঁচটি বর্ষসেরা ট্রফির পাশে রোনাল্ডোর একই ট্রফির সংখ্যা দাঁড়াল এখন চারে। দু’জনের ব্যক্তিগত দ্বৈরথের স্কোরলাইন মেসি ৫ আর রোনাল্ডো ৪ বার। ১৯৯১ সাল থেকে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়ে আসছে ফিফা। ২০১০ সালে ফিফা বর্ষসেরা পুরস্কার ও ফ্রান্স ফুটবল সাময়িকীর ব্যালন ডি’অর একীভূত করে নামকরণ করা হয় ‘ফিফা ব্যালন ডি’অর’। গত বছর দু’পক্ষের সম্পর্কোচ্ছেদ ঘটায় দুটি পুরস্কার আবারও আলাদা হয়ে যায়। ফ্রান্স ফুটবল ব্যালন ডি’অর ২০১৬ ট্রফি রোনাল্ডোর হাতে তুলে দেয়া হয় গত বছরের ডিসেম্বরে। ফিফা তাদের প্রথা মেনে জানুয়ারিতেই দিল বর্ষসেরার পুরস্কার, তবে এবার তা নতুন রূপে, নতুন আদলে। যার প্রথম বিজেতাও রিয়াল মাদ্রিদের পুর্তগীজ সুপারস্টার। রিয়াল মাদ্রিদের পর্তুগীজ এ স্ট্রাইকার ২০০৮ সালে প্রথমবারের মতো জেতেন ফিফা বর্ষসেরার পুরস্কার। ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা একীভূত হওয়ার পর ২০১৩ ও ২০১৪ সালে আরও দুবার বর্ষসেরা হন তিনি। এবার ‘দ্য বেস্ট’ নামে সেই একই পুরস্কার রোনাল্ডো জিতলেন ক্যারিয়ারে চতুর্থবারের মতো। মেসি বর্ষসেরা হয়েছেন ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে। তবে এবার শুরুর আগেই যেন একরকম সাদা পতাকা তুলে রেখেছিলেন মেসি। বর্ষসেরার অনুষ্ঠান শুরুর ৫ ঘণ্টা আগেই স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়, মেসিসহ তাদের কোন ফুটবলারই এবার জুরিখে যাচ্ছেন না।
×