ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চালক গ্রেফতার

গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফটো সাংবাদিকের মস্তিষ্কে অস্ত্রোপচার

প্রকাশিত: ০৬:০১, ১১ জানুয়ারি ২০১৭

গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফটো সাংবাদিকের মস্তিষ্কে অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার ॥ প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার ঘটনায় এক গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম কল্যাণ কোরাইয়া। তিনি বিজ্ঞাপনের মডেল ও অভিনয় পেশার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এর আগে দুর্ঘটনার বিষয়ে মঙ্গলবার রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা করেন প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব) সাজ্জাদুল কবীর। এদিকে জিয়ার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাতে এ্যাপেলো হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবার রাতে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির উল্টো দিকে একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এ সময় আশপাশে থাকা কয়েকজন সাংবাদিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সঙ্কটাপন্ন অবস্থা দেখে হাসপাতালের চিকিৎসকেরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার একটি পা ভেঙ্গে গেছে। তবে সবচেয়ে গুরুতর হলো মাথার আঘাত। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, জিয়ার মারাত্মক হেড ইনজুরি রয়েছে। এছাড়া তার পায়েও আঘাত রয়েছে। তিনি যখন আমাদের হাসপাতালে এসেছিলেন তখন গুরুতর অবস্থায় ছিলেন। এখনও তার অবস্থার কোন উন্নতি হয়নি। তিনি জানান, বেলা পৌনে ১১টার দিকে জিয়ার চিকিৎসার জন্য একটি নয় সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়। পরে মেডিক্যাল বোর্ড বৈঠকে বসেন। যেখানে নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, এ্যানেসথেসিয়া, বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটসহ বিভিন্ন চিকিৎসক রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পরে চিকিৎসকরা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বেসরকারী হাসপাতাল এ্যাপোলো কিংবা বিদেশে পাঠানোর পরামর্শ দেন। মঙ্গলবার বেলা দুইটার দিকে আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামকে এ্যাম্বুলেন্সে করে এ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে চিকিৎসকদের একটি দল। অস্ত্রোপচারের পরে চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তবে পর্যবেক্ষণের সময় বাড়তে পারে। মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ১১টার সময় বসুন্ধরা শপিং মলের সামনের সড়ক দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি বেপরোয়া গতির গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সেখানে থাকা আরও কয়েকজন সাংবাদিক গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ধাক্কা দেয়ার পরে গাড়িচালক সেখানে না দাঁড়িয়ে গাড়ির সামনে-পেছনের লাইট বন্ধ করে দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যান। যে কারণে গাড়ির নম্বরপ্লেট তাৎক্ষণিকভাবে কেউ দেখতে পারেননি। দুজন সাংবাদিক আহত জিয়া ইসলামকে একটি অটোরিক্সায় তুলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই দিন রাত দেড়টার দিকে কল্যাণ কোরাইয়া হাসপাতালে জিয়া ইসলামকে দেখতে যান। সেখানে তিনি উপস্থিত কয়েকজন সাংবাদিককে বলেন, তাঁর গাড়ির মাধ্যমে দুর্ঘটনাটি ঘটেছে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, ঘটনা জানার পরপরই তদন্ত শুরু হয়েছে। ঘটনার আশপাশে কোনো সিসি ক্যামেরা আছে কি না, তার খোঁজ করা হচ্ছে।
×